আমাদের কথা খুঁজে নিন

   

মানব প্রেম (শাহাবাগ , সোহরাওয়ার্দী উদ্যান )

আমি তোমাদের কাছে আসতে চাই

গতকাল বিকেলে কলেজের পুরনো কিছু বন্ধু মিলে গিয়ে ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে , অনেক্ষন আশেপাশে ঘোরাঘুরি করার পর গেলাম শিব মন্দিরের দিকে। যে কোন লেখক বলেন আর যাকেই বলেন না কেন সবাই কিন্তু উদ্যানের এই অংশকে অন্য কারনে চেনে আপনি যদি হুমায়ূন স্যারের গল্প পড়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন।

ও যা বলছিলাম , শিব মন্দিরের সামনে ঘুরছিলাম এমন সময় দেখলাম খুব সুন্দর লাল পোশাক পরা এক মেয়ে দাড়িয়ে আছে , একটু অবাক হলাম এত সুন্দর মেয়ে এখানে একা দাড়িয়ে থাকার কথা না বেপার কি!

এর মধ্যে আমার এক বন্ধু বলেই ফেল্ল আমার কিন্তু মনে হচ্ছে অন্য কিছু , আর এক জন বললো না আমার তা মনে হচ্ছে না দাড়া মেয়েটার সাথে কথা বলে আসি। একটু সামনে এগিয়ে গিয়ে দেখি সত্যই মেয়েটা অনেক বেশী সুন্দর আর মনে হচ্ছে কারও জন্য অপেক্ষা করছে কিন্তু এমন জায়গায় কোন ভালো মানুষ থাকার কথা না , তাহলে?
সামনে গিয়ে দাড়ালাম উনি বল্লেন, " ভাইয়া শুনছেন ?
আমার এক বন্ধু দ্রূত চলে গেল আর আমাদের বলল আরে চলে আয় এরা কিন্তু ভালো না।
আমি সহ অনেকে এখানে আগেও অনেক বার এসেছি তাই এই পরিস্থিতিতে অভ্যস্থ তাই আর ভয় পেলাম না ,
দাড়িয়ে বললাম কিছু বলবেন?
তিনি বললেন " ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন?
আমি বললাম কি সাহায্য?
আচ্ছা ভাইয়া বাংলা একাডেমি কোন দিকে বলবেন , আচ্ছা আমি এখন কোথায় আছি?
এই প্রশ্ন শুনে আমি একটু অবাক হয়ে গেলাম!
একটু পরে আবার বললেন , ভাইয়া আমিতো চোখে দেখতে পাইনা তাই বুঝতে পারছি না কোথায় আছি .
(আমার অনেক খারাপ লাগলো এতক্ষন আমরা কি ভাবলাম , কিন্তু আসলে কি ঘটনা নিজেকে খুব ছোট মনের মানুষ মনে হলো।)

এর পর আপুকে বাংলা একাডেমির সামনে পৌছে দিলাম , গিয়ে দেখি সেখানে তার বাবা , মা আর তার ছোট বোন দাড়িতে আছে দেখে মনে হচ্ছে খুবই চিন্তিত । তাদের সাথে আমাদের অনেক ক্ষন কথা হলো তারা মেয়ে কে নিয়ে এসেছেন ঘুরাতে কিন্তু কিভাবে যেন এই দূর্ঘটনা ঘটে যায় তারা তার মেয়েকে খুজে পাচ্ছেন না , কিন্তু সাথে মোবাইল থাকাতে সহজেই খুজে পেয়েছেন ।
তারা যে তাদের এই মেয়েকে খুব ভালোবাসে তা সহজেই অনুমান করতে পারি , চোখে দেখতে পায় না কি হয়েছে তার কোন অভাব রাখেন নি। কথায় কথায় জানতে পারি তিনি আমাদের থেকে বেশ কিছু বড় কিন্তু বোঝা যায় না মনে হয় তিনি অনেক ছোট।

সত্যই এমন বাবা মা কে স্যালুট ,

কিন্তু আমি ভাবছি মেয়েটা হাতে যদি মোবাইল না থাকতো তাহলে কি হতো ভাবতে পারেন? ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।