আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ পরিবেশের জন্য সাইকেল

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শুক্রবার সকাল আটটায় সংসদ ভবনের সামনে থেকে সাইকেল যাত্রা শুরু হবে। বিজয় স্মরণি ধরে প্রথমে বনানী, এরপর মহাখালী থেকে মিরপুর এবং বিজয় স্মরণি ধরে আবারও সংসদ ভবনের সামনে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করা হবে।

ক্রিটিক্যাল ম্যাস রাইডে অংশ নিতে হেলমেট পরা বাধ্যাতামূলক না, তবে সতকর্তার স্বার্থে হেলমেট পরার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

‘ক্রিটিক্যাল ম্যাস’ প্রতি মাসের শেষ শুক্রবার আয়োজন করা হয়।

বিকল্প বাহন হিসেবে সাইকেল ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যাবস্থা, জনস্বাস্থ্য এবং সবুজ পরিবেশের উন্নয়ন ঘটানোই আয়োজনটির প্রধান লক্ষ্য।

১৯৯২ সালে আয়োজনটি শুরু হয় আমেরিকার সানফ্রান্সিসকো শহরে। বাংলাদেশে ২০১১ সালের সেপ্টেম্বর ম্যাস থেকে নিয়মিত আয়োজন করা হচ্ছে।

বিশ্বের ৩০০ শহরের সাইক্লিস্টদের কাছে ‘বর্তমানে জনপ্রিয়’ একটি আয়োজন ‘ক্রিটিক্যাল ম্যাস’।

ছবি : বিডিসাইক্লিস্টের ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।