আমাদের কথা খুঁজে নিন

   

আবারও অর্ণবের সুরে শাহানা ****

অর্ণব এবং শাহানা বাজপেয়ীর সম্পর্কটা আর নেই। ভেঙে গেছে অনেক আগেই। কিন্তু থেমে নেই দু'জনার যোগাযোগ। দেখা হলেও কেউ কাউকে এড়িয়ে যান না। এটাই বোধ হয় জেন্টলম্যান এগ্রিমেন্ট। নতুন খবর হচ্ছে অর্ণবের সুরে আবার গান গেয়েছেন শাহান বাজপেয়ী। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়ে গেছে ভারতের একটি স্টুডিওতে। গানটি রুবাইয়াৎ হোসেনের 'আন্ডার কন্সট্রাকশন' ছবিতে ব্যবহৃত হবে। সম্প্রতি খবরটি শাহানা তার ফেসবুক পেইজে জানিয়েছেন। তিনি লিখেছেন- 'আই হ্যাভ জাস্ট রেকর্ডেড এ সং ফর এ ফিল্ম নেমড আন্ডার কন্সট্রাকশন বাই রুবাইয়াৎ হোসেন, টু বি রিলিজড ইন জুলাই ২০১৪। মিউজিক হ্যাজ বিন ডানড বাই অর্ণব। অ্যাক্টরস রাহুল বোস অ্যান্ড শাহানা গোস্বামী হ্যাভ প্লেইড দ্য লিড রোলস।'

শাহানা-অর্ণব জুটি একসঙ্গে অনেক জনপ্রিয় গান তৈরি করেছেন। তাই তাদের ভক্তদের জন্য গানটি নতুন আকর্ষণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.