আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাই ‘এ’ গ্রুপে খেলতে হবে স্কটিশদের। যেখানে আছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য পাঁচ দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও আফগানিস্তান।

আর ‘বি’ গ্রুপে আমিরাতের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

শনিবার নিউ জিল্যান্ডের লিঙ্কনে অনুষ্ঠিত ফাইনালে স্কটল্যান্ডের জয়ের নায়ক প্রেস্টন মমসেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের অপরাজিত ১৩৯ রানের দারুণ এক ইনিংসের ওপরে ভর করে ৫ উইকেটে ২৮৫ রান করে ১৯৯৯ বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড।

জবাবে ৯ উইকেটে ২৪৪ রানে আমিরাতের ইনিংস থেমে যায়। দলের হারের পাশাপাশি ৯৯ রানে অপরাজিত থাকার দুঃখও সইতে হয়েছে স্বপ্নীল পাটিলকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।