আমাদের কথা খুঁজে নিন

   

লারার পাশে আবারো নাম লেখালেন সাঙ্গাকারা

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন আজ বুধবার ৩০০ রনে পৌঁছে আবারও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার পাশে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। টেস্টে সবচেয়ে বেশি দ্বিশতক করার তালিকায় তাদের দুজনের সামনে শুধু আছেন সর্বকালের সেরা ডন ব্রাডম্যান।

এর আগে ১২টি দ্বিশতক করেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটসম্যান। তাই আজকের টেস্টে বাংলাদেশের বোলারদের মূল লড়াইটা চালাতে হচ্ছে সাঙ্গাকারার বিপক্ষেই।

টেস্ট ক্যারিয়ারের নবম দ্বিশতকটি পূর্ণ করে এখনো উইকেটে আছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাঙ্গাকারা ব্যাট করছেন ৩১৪ রান নিয়ে। তার ৩০০ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাও পেরিয়েছে ৫৭৬ রানের কোটা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় ৭ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছিল ৪৪০ রান।

ক্যারিয়ারের নবম দ্বিশতকটি পূর্ণ করে আরও একটি মাইলফলকের খুব কাছাকাছি চলে গেছেন সাঙ্গাকারা।

আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ১৮তম ওভারে বাংলাদেশকে প্রথম সফলতাটি এনে দিয়েছিলেন নাসির হোসেন।

এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন ৩৫ রান করা ভিথানাগেকে। এক ওভার পরে পেরেরাও সাজঘরমুখী হয়েছেন সাকিব আল হাসানের শিকার হয়ে।

এদিকে আঙুলে চোট পেয়ে আজ উইকেটের পেছনে দাঁড়াতে পারেননি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার বদলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন শামসুর রহমান।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.