আমাদের কথা খুঁজে নিন

   

যেখানেই আছো, ভালো থেকো, খুব ভালো........

আজ ৩১ শে ডিসেম্বর। এই দিনটিকে কখনোই ভুলতে পারবো না। হ্যাঁ, দিনটি ছিল ২০১১ সালের শেষ দিন। ডিসেম্বরের শেষ সপ্তাহে সাধারনত সূর্যের দেখা পাওয়া ভার। কিন্তু দিনটি ছিল অন্যান্য দিনের একটু চেয়ে ব্যতিক্রম।

সকাল থেকেই সূর্য ছিল রৌদ্রোজ্জ্বল। দুপুরের খাবার শেষ করে নিকটবর্তী সাভার বাজারে গিয়েছিলাম নিজের একটি কাজে। ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটা বেজে গেল। ডেইরী গেটে নেমেই শুনতে পেলাম যে মুরাদ নামক একজন ছাত্র হলের ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত। সত্যি বলতে একটি বারও মনে আসে নি যে এই মুরাদ যে আমারই প্রিয় মুরাদ ভাই, যার সাথে হলের একই ব্লক এ থাকতাম ।

আমার বিশ্ববিদ্যালয় জীবনে যে সকল বড় ভাইদের খুব কাছে যেতে পেরেছি তার মধ্যে এই মুরাদ ভাই অন্যতম। আর মনে আসবেই বা কিভাবে? দুপুর ৩টার দিকেই তো দেখা। হল থেকে বের হওয়ার সময়ও তো কথা হল। আমি হল থেকে বের হচ্ছিলাম আর তুমি প্রবেশ করছিলে। কে জানতো যে এটাই হবে দুজনার শেষ দেখা।

ক্যাম্পাসে পা ফেলতেই হলের বন্ধু তাহীদ বলে উঠল, " মুরাদ ভাই মনেহয় বাঁচবে না। " জিজ্ঞেস করলাম কোন মুরাদ ভাই? ও যে উত্তর দিল তা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। স্তম্ভিত হয়ে গেলাম। দ্রুত ছুটে গেলাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। দেখলাম ওখানে বিরাট জটলা।

আমি ওখানে পৌঁছাতে পৌঁছাতে তার নিথর শীর্ণকায় দেহটি এম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হল সাভারের এনাম মেডিকেল এ। পিছন পিছন অনেকেই ছুটে গেল রক্ত দিতে। কিন্তু না, সবাইকে নিরাশ করে দিয়ে কিছুক্ষণ পরই এম্বুল্যান্সটি ফিরে এল সেই মেডিকেল চত্বরে। কারোই বুঝতে বাকি রইলো না কি ঘটে গেছে। মূহুর্তেই চারপাশ ভারী হয়ে উঠলো কান্নার রোলে।

আমারই সামনে নামানো হল সেই নিথর দেহখানি। আমার স্পষ্ট চোখে ভাসে এই ক্যাম্পাসের প্রতিটি মানুষ সেদিন কেঁদেছিল। আজ শুধু একটা কথাই বলতে চাই, যেখানেই আছো, ভালো থেকো ভাই। প্লিজ সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন। মুরাদুর রহমান, ৩৬ তম ব্যাচ, ইংরেজি বিভাগ, শহীদ সালাম-বরকত হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

২০১১ সালের এই দিনে বিকেল ৪টার দিকে তার অন্যতম প্রিয় জায়গা, হলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরন করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।