আমাদের কথা খুঁজে নিন

   

তাজরীন চেয়ারম্যানের জামিন বাতিলের আবেদন

তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান এ আবেদন করেন।

আবদেনটি গৃহীত হলেও শুনানির তারিখ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর গত ১০ ফেব্রুয়ারি তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাকে জামিন দেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন পলাশ এ আদেশ দেন।

আদেশে মাহমুদা আক্তারকে প্রতি রবিবার আদালতে হাজিরা দেওয়ার শর্ত দেওয়া হয়। এছাড়া ২০ হাজার টাকা মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি মাহমুদা আক্তার একজন নারী ও তার শিশু সন্তান রয়েছে এমন বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।

এর আগের দিন তাজরীনের মালিক এমডি দেলোয়ার হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। জেল হাজতে পাঠানোর পরেরদিনই জামিন পাওয়ায় নানা প্রশ্ন ওঠে।

এ জামিনকে অস্বাভাবিক জামিন বলে অভিহিত করেন অনেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.