আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস প্রিলি. প্রস্তুতি : সাধারণ বিজ্ঞান

২৩. ডিনামাইট আবিস্কারে করেন-

ক. হেনরি ক্যাভেন্ডিসখ. রুডলফ ডিজেল গ. জন ডাল্টন ঘ. আলফ্রেড বার্নাড নোবেল

উত্তর : ঘ

২৪. নিচের কোনটির উধর্্বপাতন হয় না?

ক. আয়োডিনখ. নিশাদলগ. বেনজিনঘ. বেনজয়িক এসিডউত্তর : গ

২৫. হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে_

ক. ২০৪২ সালে খ. ২০৬২ সালেগ. ২০৫২ সালেঘ. ২০৭২ সালে

উত্তর : খ

২৬. হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায়?

ক. ১৯৫৬ খ. ১৯৬৬

গ. ১৯৮৬ঘ. ১৯৭৬

উত্তর : গ

২৭. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

ক. হেসখ. আইনস্টাইন

গ. রাদার ফোর্ড ঘ. গোল্ডস্টাইন

উত্তর : ক

২৮. মহাশূন্য থেকে আগত রশ্মির কণাকে কী বলে?

ক. বিটা রেখ. গামা রে

গ. আলফা রেঘ. কসমিক রে

উত্তর : ঘ

২৯. ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানিসম্পর্কিত বিদ্যার নাম_

ক. মেটিওরোলজিখ. মিনারলজি গ. হাইড্রোলজিঘ. ইকোলজি

উত্তর : গ

৩০. জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি কি কি?

ক. গুপড়ষড়মু এবং ঈড়ষড়মু

খ. ইড়ঃধহু এবং ঊপড়ষড়মু

গ. তড়ড়ষড়মু এবং ণপড়ষড়মু

ঘ. ইড়ঃধহু এবং তড়ড়ষড়মু

উত্তর : ঘ

৩১. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয়_ এই তিন অবস্থাতেই পাওয়া যায়

ক. পানিখ. পারদগ. লবণঘ, কপর্ূর

উত্তর : ক

৩২. কোনটি পদার্থ?

ক. বিদ্যুৎখ. বাতাস

গ. তাপঘ. আলো

উত্তর : খ

৩৩.কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়_

ক. রাসায়নিক পরিবর্তন খ. ঊধর্্বপাতন

গ. বাষ্পীভবন ঘ. গলন

উত্তর : খ

৩৪. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

ক. চিনিকে যখন পানিতে দ্রবীভূত করা হয়

খ. পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়

গ. লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়

ঘ. বহুদিন আদর্্র বাতাসে এক টুকরো লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে।

উত্তর : ঘ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.