আমাদের কথা খুঁজে নিন

   

তোমার জন্য অপেক্ষা করছি

সকালে চায়ের কাপ হাতে নিয়ে এলোমেলো শব্দ সাজাতে বসি !! অন্ধকার থেকে লোক দেখানো সভ্য নগরীতে এলাম কী ভাষায় তারা কথা বলে, যেন সাপের গুঞ্জন বাতাসে হায় ঈশ্বর ! কেউ অপেক্ষা করে না আজ আর তোমার জন্য কয়েকটি শব্দে তোমার জন্য আর কি লিখতে পারি আমি এখনও বাকি রয়ে গেছে এক আকাশ অজানা ভালোবাসা শুভ্র বিছানায় তুমিহীন সারারাত জোছনা গড়াগড়ি দেয় যেখানেই যাই- যা করি সব কিছুতেই দেরী হয় যায় আমার সমস্ত ঝড়কে করবো পরাজিত, দুর্নিবার পরাজিত নই আমি তোমার বুকে মাথা রাখার সময় এসে গেছে ফেল না চোখের জল যদি তোমাকে না পাই-সারা শহর ধ্বংস করে দিয়ে চলে যাবো ধ্বংস ভালো নয়- কাছে আসো তোমার ঠোঁটে একটি চুমু খাই অনেক দাঁড়িয়ে থেকেছি চুপচাপ-পুরোনো পত্রিকার পাতার মতন অপেক্ষা আর লাগে না ভালো, ডেকে নাও ডেকে নাও... ( আমরা যদি প্রত্যেকে একটি করে দরিদ্রদের শীতের জামা দেই, তাহলে কেমন হয় ? অবশ্যই ভালো হয় । বাংলাদেশটা আমাদের- আমাদের দেশের মানুষ শীতে কষ্ট করবে তা হয় না । আসুন আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা চালিয়ে যাই । এই দেশে আমরা সবাই মিলেমিশে থাকব । একজনের দুঃখে আর এক এগিয়ে যাবো ।

আমরা তো মানুষ- পশু নই । মনুষ্যত্ব-মানবতা সর্বক্ষণ বুকের মধ্যে লালন করি । ধান্ধাবাজদের মতন লোক দেখানো কর্মকান্ড না করে- মানুষকে ভালোবেসে মন থেকেই নিজের সাধ্যমত কিছু করি । সত্যিকার ভাবে একজন মানুষের মুখে হাসি ফুটানো অনেক বড় ব্যাপার । আমি যে বছর গরীব মানুষদের শীতের জামা না দিতে পারি- সে বছর আমি শীতের জামা পড়ি না ।

দুঃখী মানুষের জন্য মন থেকে কিছু করে দেখুন এক আকাশ আনন্দ পাবেন । ) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.