আমাদের কথা খুঁজে নিন

   

হাজি সেলিমের দখল থেকে হল উদ্ধারে সড়ক অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল উদ্ধারের দাবিতে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ওই এলাকাসহ যাত্রাবাড়ী-সদরঘাট ও বাবুবাজার-গুলিস্তান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০০ ছাত্র রায় সাহেব বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন ও মোড়টি অবরোধ করেন।

ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলটি প্রায় দুই যুগ ধরে দখল করে রেখেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

একই দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থাকা অবস্থায় ১৯৮৫ সালের দিকে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর হলটি বেদখলে চলে যায়। বর্তমানে হলের জমিটি উদ্ধারের কাজ চলছে।

এ ব্যাপারে হাজি সেলিম বলেন, হাইকোর্টের অনুমতিতেই জমির দখল পেয়েছেন তিনি। ওই জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.