আমাদের কথা খুঁজে নিন

   

হাজি সেলিমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

রোববার বিচারপতি মো. আশাফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই রুল জারি করে।
তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে হাজি সেলিমকে এই রুলের জবাব দিতে হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা ওই আবেদনের শুনানি করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।



ঐতিহাসিক লালবাগ দুর্গ রক্ষায় ২০১১ সালের ২৬ অক্টোবর রায় দেয় হাই কোর্ট।

ওই রায়ে সংরক্ষিত এলাকা বলে ঘোষিত লালবাগ দুর্গের ভেতরের সীমানায় ও আশপাশের সব দখলদারকে উচ্ছেদ এবং স্থাপিত সব স্থাপনা ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়।
গত ৩০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করলে তাতে হাজি সেলিম বাধা দেন অভিযোগ করে ১ এপ্রিল তাকে উকিল নোটিস দেন মনজিল। হাজি সেলিমের পাশাপাশি ঢাকার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, লালবাগ থানার ওসিকেও ওই নোটিস দেয়া হয়।
মনজিল মোরসেদ বলেন, বাকি দুজন নোটিসের জবাব দিলেও হাজি সেলিম দেননি। ওই জবাবেও উচ্ছেদে বাধা প্রদানকারী হিসাবে হাজি সেলিমের নাম এসেছে।

এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছি। আদালত রুল দিয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.