আমাদের কথা খুঁজে নিন

   

নদীর জলে ভেজা কবিতা




আমার হাতে এই মাত্র লেখা কয়েকটি কবিতা
বসে আছি হাতে নিয়ে নদীর কুলে,
অন্য গুলো রেখেছিলাম দূরে
হটৎ ফিরে দেখি ভিজছে তাই জলে ।

ওঠালাম কবিতার পাতা গুলো
ভিজে লেচলেচে সব ক”টা ,
হতভাগ্য এ হাতের ছোঁয়ায়
মুছে ফেল্লাম কাগজের সব পানিটা ।

এক এক করে সব পাতা গুলো
ভ্যান গাড়ীর উপর শুকাতে দিলাম,
নিয়ে যায় যদি গাড়ীর মালিক গাড়ীটা
আমি তখন সে ভয়েই কাঁপছিলাম ।

কিন্তু কবিতা আমায় ছেড়ে যায়নি
ছেড়ে গিয়েছিলো আমার পায়ের জুতা
আমার মনে পড়েনি কিছুই
কবিতার চিন্তায় ধরেছিল মাথা ।

আমি কাদের সাথে যেন যাচ্ছিলাম
একটি মেয়ে...ঠিক মনে নেই
ঠিক সে সময়ই ভাঙলো আমার স্বপ্নটা
খুঁজে বেড়াই স্বপ্নটা একলাই ।
********** সমাপ্ত **********

তারিখ : ১১-০৮-২০০১ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল : khmahabub@yahoo.com

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.