আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধারা কোন যুদ্ধই করে নাই!!!



প্রতিটি পাকিস্তানী বিশ্বাস করে ভারতের হিন্দুদের চক্রান্তের কারণেই তারা পূর্ব পাকিস্তান হারিয়েছে, সুতরাং বাংলাদেশ সৃষ্টির জন্য বাংলাদেশীদের বা মুক্তিযোদ্ধাদের কোন কৃতিত্ব নেই। পুরো ঘটনার জন্য দায়ী মালাউন ইণ্ডিয়া...

প্রতিটি ভারতীয় বিশ্বাস করে ভারতীয় সেনাবাহিনী বনাম পাকিস্তান সেনাবাহিনীর মধ্যকার যুদ্ধ জয়ের কারনেই বাংলাদেশের সৃষ্টি...এখানেও ঘটনার নায়ক মুক্তিযোদ্ধারা উপেক্ষিত (লোকেমুখে জানতে পারলাম সদ্যমুক্তিপ্রাপ্ত ‘গুণ্ডে’ ছবির শুরুতে বর্ণিত ইতিহাস শুনলেও তাই মনে হবে। তবে ‘গুণ্ডে’ ছাড়াও বেশ কিছু ভারতীয়র সঙ্গে কথা বলার সময়ও আমি এ বিষয়টির প্রমান পেয়েছি। বলা বাহুল্য তীব্র প্রতিবাদও করেছি।)

আফসোসের বিষয় কী জানেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অনেক সম্মানিত নাগরিকই এই দুই দেশের মানুষের সঙ্গে একমত....বিশ্বাস হয় না আমার কথা? কসম কইতাছি অনেকেই বিশ্বাস করে, ভারতের কুটচালির কারনেই পেয়ারে পাকিস্তান ভাইঙ্গা খানখান...অ‍াবার এইটাও বিশ্বাস করে মুক্তিযোদ্ধারা খালি ঠুসঠাস করছে...অার আসলে যুদ্ধ কইরা দেশ স্বাধীন করছে ভারতীয় সেনাবাহিনী...

চিন্তা করেন তাইলে অবস্থাডা...মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিজ দেশেই উপেক্ষিত...উপেক্ষিত বলেই পাকি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে আইলে বাঙালি তরুণী ঠা ঠা রোদে প্ল্যাকার্ড নাড়েন ‘আফ্রিদি মেরি মি’, জনৈক মন্ত্রীর তনয়া ‘মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকি সেনা ক্যাপ্টেনের সঙ্গে বাঙালি তরুণীর প্রেম কাহিনী নিয়ে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন’ (মনে হয় ফুল গাঞ্জা খাওয়া অথবা অন্য কাহিনি...কিঞ্চিত অশ্লীল তাই বলতে লজ্জা করে..) আর গুণ্ডে ছবির ‘তুনে মারি এণ্ট্রিয়া যো....টান টানান টান’ গানের সঙ্গে হলুদ সন্ধ্যায় কোমর দোলান স্মার্ট পিপলরা...

এক কথায় শুইনা রাখেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর আকুন্ঠ সহযোগিতা কোন অংশেই ভুলবার নয়...তবে তাই বইলা আমাগো আসল নায়ক মুক্তিযোদ্ধারাগোরে খাটো করে দেখবেন, তাগোরে ফালাইয়া-চরাইয়া কথা কইবেন এ্যাত্তো বড়ো সাহস পান কই থেইক্যা আপনারা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.