আমাদের কথা খুঁজে নিন

   

মমতা-আন্না বৈঠককে ঘিরে জল্পনা তুঙ্গে

দিলি্লতে স্থায়ী সরকারের পক্ষেই ফের সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে সরাসরি কথা বলতে যাওয়ার আগে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন 'সরকারে যে-ই আসুক না কেন, আমরা চাই গণতন্ত্র বজায় থাকবে।' মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকেই নানারকম প্রতিশ্রুতি দেয়, সরকার থেকে বিদায় নেওয়ার আগেও নানারকম কথা বলে কিন্তু আমি সেই নীতিতে বিশ্বাসী নই। তার মন্তব্য 'দিলি্লতে সাধারণ মানুষের জন্য কাজ করবে এমন সরকার চাই'। সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিগত বামফ্রন্ট সরকার ও কেন্দ্রের কংগ্রেসেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'বামফ্রন্ট ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে আর সেই ভার আমাদের বইতে হচ্ছে। ক্ষমতায় আসার আড়াই বছরের মধ্যে কেন্দ্রীয় সরকার ৭০ হাজার কোটি রুপি কেটে নিয়েছে বলেও অভিযোগ। তবে মুখ্যমন্ত্রী কংগ্রেস সরকারের প্রশংসা করে বলেন, এ সরকারের আমলে জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে, পাহাড়েও কোনো অশান্তি নেই। যদিও বিজেপি সম্পর্কে একটি কথাও এদিন বলেননি মুখ্যমন্ত্রী। এদিকে দিলি্লর কনস্টিটিউশন ক্লাবে আন্নার সঙ্গে বৈঠকে বসছেন মমতা। আপাতত সে বৈঠকের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী বলেন 'আন্নার সঙ্গে আগে কখনো দেখা হয়নি; এই প্রথম তার সঙ্গে কথা হবে। আমি খুশি এবং কৃতজ্ঞ যে তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছি।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.