আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলায় এগিয়ে বিনপি

প্রথম ধাপে ৯৭ উপজেলায় নির্বাচনে এগিয়ে রয়েছে বিএনপি। ব্যালট পেপার ছিনতাই, জাল ভোটসহ নানা প্রতিবন্ধকতায় সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সিলেট জেলার ছয় উপজেলার তিনটিতে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এগুলো হলো বিশ্বনাথ, জকিগঞ্জ ও গোয়াইনঘাট। জামায়াত দুটিতে বিজয়ী হয়েছে।

এগুলো হলো গোলাপগঞ্জ ও জৈন্তাপুর। এছাড়া কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। পঞ্চগড় জেলার সদরে আওয়ামী লীগ, আটোয়ারী ও দেবীগঞ্জে বিএনপি, বোদায় জামায়াত সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। জামালপুর সদর ও সরিষাবাড়ীতে বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বগুড়ার ছয় উপজেলার চারটিতে বিএনপি এগিয়ে রয়েছে।

এগুলো হলো দুুপচাঁচিয়া, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা। নন্দীগ্রাম ও শেরপুরে জামায়াত এগিয়ে রয়েছে। কুষ্টিয়া সদরে বিএনপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। মেহেরপুর সদরে বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

কিশোরগঞ্জের নিকলি উপজেলায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কারার সাইফুল ইসলাম, বাজিতপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত সারওয়ার আলম, শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ সমর্থিত মোবারক আলী শিকদার, ডামুড্যায় আওয়ামী লীগ সমর্থিত আলমগীর মাঝি, নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ এমদাদুল হক খান, বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ সমর্থিত শাহ আলম খান।

আর ভেদরগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত মোবারক আলী শিকদার।

অন্যদিকে গাজীপুরের কাপাসিয়ায় (২৬ কেন্দ্র) বিএনপি, কিশোরগঞ্জের করিমগঞ্জে (৫২কেন্দ্র) বিএনপি, খুলনার দিগলিয়ায় (২৮কেন্দ্র) বিএনপি, মগুড়া সদরে (৩৮কেন্দ্র)বিএনপি, শ্রীপুরে (১৬ কেন্দ্র) বিএনপি, গাইবান্ধার গোবিন্দগঞ্জে (২৩কেন্দ্র) বিএনপি, মানিকগঞ্জ দৌলতপুর (৩৬কেন্দ্র) বিএনপি, সিংগাইড় (৫০কেন্দ্র) বিএনপি, শিবালয় (২৬কেন্দ্র) বিএনপি, গোপালগঞ্জের মকসুদপুর (৭ কেন্দ্র) বিএনপি, চট্টগ্রাম হাটহাজারি (১৫কেন্দ্র) বিএনপি, যশোরের অভয়নগর (১৭কেন্দ্র) বিএনপি সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন।

এছাড়া মেহেরপুর সদরে (৫২কেন্দ্র) আওয়ামী লীগ, কিশোরগঞ্জ নিকলি (২৫কেন্দ্র) আওয়ামী লীগ, হবিগঞ্জের বাহুবল (২০কেন্দ্র) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

অন্যদিকে খুলনার কয়রায় জামায়াত কয়রা (৩২কেন্দ্র) জামায়াত, পাবনার আটঘরিয়ায় (৫৩কেন্দ্র) জামায়াত সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

ইসি জানিয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথম ধাপে ৯৭টি উপজেলায় নির্বাচন হয়েছে।

তিন পদে এসব উপজেলায় মোট ১ হাজার ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে দশম সংসদ নির্বাচনে সব দল অংশ না নিলেও নির্দলীয় উপজেলা নির্বাচন রুপ নিয়েছে দলীয় নির্বাচনে। আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পছন্দের প্রার্থীকে সমর্থন দিলেও অসংখ্য বিদ্রোহী প্রার্থী ছিল প্রধান দুটি দলের। তবে তৃর্ণমূল নেতা-কর্মিদের অংশগ্রহনেই উৎসব মুখর হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে দলীয় প্রভাব থাকলেও উপজেলার ভোটযুদ্ধে তৃর্ণমূলের মতামতের প্রতিফলন ঘটেছে।

প্রার্থী, ভোটকেন্দ , ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা:

প্রথম ধাপে তিন পদে এসব উপজেলায় মোট ১ হাজার ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৪৩২ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৫১৩ জন। ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা-৩২৯ জন। মোট ভোটার ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ জন, মহিলা ভোটার ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন।

ভোট কেন্দে র সংখ্যা ৬ হাজার ৯৯৫টি, ভোটকক্ষ ৪৩ হাজার ২৯০টি। প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৬ হাজার ৯৯৫ জন। সহকারি প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য এক জন করে মোট ৪৩ হাজার ২৯০ জন। পোলিং অফিসার সংখ্যা ৮৬ হাজার ৫৮০জন দায়িত্ব পালন করবেন।

শান্তিপূর্ণ ভোট:ইসি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৪০ জেলার ৯৭ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্তসচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোট হয়েছে উৎসবের আমেজে। তিনি বলেন, ব্যালট পেপার ছিনতাই ও অনিয়মের কারণে ঝিনাইদহের শৈলকূপা ও নবাবগঞ্জের দড়িকান্দিতে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তবে কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি। উৎসবের আমেজে ভোটের কথা বললেও ভোট পড়ার হার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসি সচিব। তিনি বলেন, কতো ভোট পড়ছে তা সঠিকভাবে বলতে পারব না।

ফলাফল আসার পর তা আপনাদের জানাব।

বিএনপি অভিযোগের বিষয়ে সচিব বলেন, এটা নির্দলীয় নির্বাচন। দলভিত্তিক কোনো নির্বাচন নয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ইসি নিশ্চিত করেছে। ইসি সচিব বলেন, ভোটের সময় মাঠপর্যায় থেকে সার্বক্ষণিক তথ্য নেয়া হয়েছে।

অনিয়ম রোধে কর্মকর্তাদের কঠোর থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।