আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সাহিত্যের গল্পগুলো...

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী


জীবনের একটা প্রয়োজনে অনেক সময় ধরে থাকবার জন্য যখন আমি দেশের বাইরে এসেছিলাম, স্বাভাবিকভাবেই প্রথমদিকে দিনগুলো খুব বিষণ্ণ আর বাজে ছিল। এখনও খুব একটা ভাল নয়। যাই হোক, তো সেইসব বাজে অবস্থা থেকে নিজেকে বাঁচাবার জন্য অনেক কিছুই করেছি। নতুন কিছু খুঁজেছি। খুঁজেছি বললে ভুল হবে, বরং কোনো না কোনো সংযোগে প্রায় ভালরকম একটা বেগ দিয়েই ঈশ্বর আমাকে ভালোলাগার নতুন উৎসগুলো খুঁজিয়ে নিয়েছেন।



গান শেখা শুরু করলাম প্রথমবারের মত। তাই, গান শেখা-ছবি আঁকার মাত্রা বাড়িয়ে দিলাম আর লেখালেখি কমিয়ে শোনার মাত্রাও বাড়িয়ে দিলাম। নিজেকে উপলব্ধি করার জন্য চুপ থেকেছি অনেকটা সময়, এখনও থাকছি। আমি মনে করি, এই আমি প্রকৃত আমি নই। নিজেকে খুঁজছি।



যে কারণে এই সংক্ষিপ্ত পোস্ট দেয়া, সেটা বলি- যখন থেকে শোনার মাত্রা বাড়িয়ে দিয়েছিলাম তখন থেকে আউফাউ কথা থেকে শুরু করে অনেক ভাল কিছুই শুনেছি, হোক সেটা অযথাই কিংবা যথা। এই শোনার মধ্যে পড়লো- বাংলা সাহিত্যের অনেক অনেক জানা-অজানা গল্পও।

কলকাতার রেড এফএম খ্যাত স্টেশন রেডিও মিরচি (98.30fm ) 'র পরিচালনায় করা শ্রুতিগোচর (অডিও) নাটক, বাংলার নানান গল্প নিয়ে- ইউটিউব ঘাটতে ঘাটতে সেগুলোই পেয়ে গেলাম গল্পটিউব নামের এই চ্যানেলে। রেডিও মিরচি'র সাপ্তাহিক অনুষ্ঠান সানডে সাসপেন্স এ এই গল্পগুলো প্রচার করা হয়, মানে প্রতি রবিবার।

গল্প পড়ার সময় আমাদের মাঝে যেমন অনুভূতি জাগে, রোমাঞ্চিত লাগে...আবার কিছু কিছু সংলাপ যেগুলো নিজে নিজেই কয়েকবার আওড়াই এই মনে করে যে, হ্যাঁ- চরিত্রটি জীবন্ত কথা বললে এভাবেই হয়তো বলতো! এই যে মজার মজার ব্যাপারগুলো ঘটে, শ্রুতিগোচর এই গল্পগুলো শুনলে সেরকমই মনে হবে।



আমার নিজের উপলব্ধি হলো- এইরকম একটা উদ্যোগের কারণে গল্পগুলো আবারো প্রাণ পেয়েছে। সবচেয়ে বড় কথা নতুন প্রজন্মের মাঝে নতুন শ্রোতাও পেয়েছে! খুব আশা করি, আমাদের বাংলাদেশেও এইরকম একটা উদ্যোগ নেয়া হবে! হলে, যে করেই হোক আমিও কণ্ঠ দেবো!!

ব্লগার মানব সন্তান ভাইয়ের ব্লগে গিয়ে এই পোস্টটি পড়ে মনে হলো, আলাদাভাবে গল্পটিউবের অভিজ্ঞতা নিয়ে অল্প কিছু লিখি। ভাইয়া তার পোস্টে, কিছু অডিও গল্প ডাউনলোড করার লিঙ্কও দিয়েছেন। কিন্তু কিছু লিঙ্কে ডাউনলোডজনিত সমস্যা দেখা দেওয়ায় তিনি ওটা নিয়ে রিপোস্ট দিয়েছেন। সমস্যাতে আমিও ভুগেছি।

বড় ফাইল ডাউনলোডে সমস্যা এড়াতে মিডিয়াফায়ারে ঝটপট একটা অ্যাকাউন্ট খুলে নিন, তারপর ডাউনলোড করুন। ফেসবুক থেকেও মিডিয়াফায়ারে লগ ইন করা যায়, তবে ফেসবুকে যাদের নাম বাংলায় তাদের সমস্যা হতে পারে। তথ্য রিড করায় ঝামেলা বাঁধে! তাই আলাদা অ্যাকাউন্ট খোলাই ভাল।

ওরে বাপরে! কত লিখে ফেললাম!
এবার শেষ করে দিচ্ছি গল্প শুনবার আমন্ত্রণ জানিয়ে। যেতে যেতে আমার প্রিয় দু'টি গপ্পো অবশ্যই শুনবার প্রস্তাব ও লিঙ্ক দিয়ে যাই!?

একঃ সত্যজিৎ রায় এর 'ফেলুদা সিরিজ- গ্যাংটকে গণ্ডগোল', ফেলুদা সিরিজের সবচেয়ে প্যাঁচালো রহস্য- অন্তত আমার কাছে!
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব

ডাউনলোড লিঙ্কঃ
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব

দুইঃ রাজশেখর বসু এর 'ভুষণ্ডির মাঠে', হেসে পেট ব্যথা না হলেও অন্তত মুখ ব্যথা হবে!

গল্পটা ইউটিউবেই শুনেছি কিন্তু খুঁজে পাচ্ছিনা।

ভাগ্য যে, ডাউনলোড লিঙ্কটা খুঁজে পেয়েছি!


বাংলা সাহিত্য এবং বাংলার সাহিত্য এক কথায়, দারুণ!



শুভ বিকেল (দেশের সময়ানুযায়ী)
- পেন আর্নার

 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।