আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে গৃহযুদ্ধের আশংকা এবং প্রতিরোধ



বাংলাদেশের গৃহযুদ্ধ এবং প্রতিরোধে আমাদের করনীয় । ।
************* পরিবেশ বন্ধু

৩০ লক্ষ
প্রানের বিসর্জন শেষে আজকের ১৬ কোটি মানুষের এই স্বাধীন দেশ
বিশ্ব বুকে ধুকে ধুকে নানা প্রতিকূলতা এড়িয়ে ৪২ বছরে পদার্পণ । ।
কি প্রাপ্তি কি যোগ , আমরা কি স্বাধীন বা পরাধিনতার শ্রিংখল মুক্ত ।


ভুল , সবই ভুল । । আমি নিরপ্রেক্ষ দৃষ্টিতে বললাম । ।


৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের প্রান বিসর্জন কি শুধু আওমি
লীগ এর লোক বা বিএনপির লোক বা জাতীয় পার্টির লোক বা বাম
ফ্রন্টের লোক বা জামাত শিবির এর লোক ।
আমি জানি কম বেশি সব দলের লোকই যুদ্ধে শাহাদাৎ বরন করেছে ।
তাহলে এখনও আমরা স্বাধীন নই কেন >
আমাদের সংবিধান কেন ? অন্য দেশের সংবিধান ফলু করবে ।
আমাদের দেশের সুপ্রিম ,ও উচ্ছ আদালত গুলু কেন ? বিদেশি
বা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবে ।
আমাদের সংসদ বা মন্ত্রণালয় কেন? অন্য দেশের শলাপরামর্শে চলবে ।

দেশের শেয়ার বাজার , গুরুত্ত পূর্ণ স্থাপনা , নদী টিপাইমুখ বাধ , সুন্দর বন সহ কেন > অন্য দেশের মানুষেরা সুবিধা ভুগি হবে । সাধারন মানুষের নাই জননিরাপত্তা । ।

আছে শুধু ধংশ আর হানাহানির ৭১ । কেন?
প্রিয় দেশবাসী ও বন্ধুগন
***********
সমাজে মানবের ন্যায্য অধিকার আজ কোথায় , কাদের স্বার্থ কিসে উন্নয়ন ।

আমাদের দেশের
গণতান্ত্রিক ব্যাবস্থাপনা খুবই জটিল । এক দল চায় অন্যদলকে বিনষ্ট করে নিজেদের ক্ষমতার
অপব্যাবহার । ফলে সর্বক্ষেত্রে উন্নয়নে আসে বাধা , বাড়ে দুর্নীতি , দুঃশাসন । অন্যায় অসত্যর
দাপটে কুলুসিত হয় মানবের জীবনদ্বারা । হত দারিত্রতা আর অনিয়ম দুষ্কৃতির শিকার হয় জাতী ।

এসব হতে উত্তরণের জন্য একমাত্র উপায় সঠিক গনতান্ত্রিক অধিকার এবং জাতীয় ঐক্য । ।

এবার জানা যাক জাতীয় এক্য স্থাপন কিভাবে সম্ভব । ।
সরকারি দল যারা ক্ষমতায় থাকে তাদের উচিৎ বিরুধি দল গুলুকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া এবং
দেশের আত্তসামাজিক সর্বদিক উন্নয়ন খসড়া নিতিমালায় তাদের কে উচ্ছ পর্যায়ে সমান অধিকার দেওয়া ।



সব দলের মধ্য থেকে মন্ত্রি বা উচ্ছ নির্বাহী কমিটিতে বিরুধি দলের উপযুক্ত লোক নিয়োগ করা ।
সেবা স্বাস্থ্য , ও উন্নয়ন কেত্রে বিরুধি দল গুলুকে সহযোগী কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা । ।
জাতীয় ও আন্তর্জাতিক কর্ম পরিকল্পনায় প্রত্যক সভা সেমিনারে একাত্তভাবে কাজ করার উদ্দ্যুগ
নেওয়া ।
এবং দেশের জাতীয় সম্পদ রক্ষা ও বণ্টনে সবার সংশ্লিষ্ট সহযোগিতা থাকা ।


তবেই জাতীয় এক্যর মাধ্যমে আমাদের স্বাধীনতা ও দেশ কে বিশ্ব ব্যাপি তার স্বকীয়তায়
মাথা তুলে বাঙালী জাতীকে স্বনির্ভর করা সম্ভব । ।

আর আমাদের মধ্য জনগণের রায়ে যারাই সেবার ব্রত লয়ে কাজ করবে তাই হবে জনতার
অধিকার এবং গনতান্ত্রিক মূল্যায়ন । ।



আমার সাথে একমত প্রকাশ করে , দেশ ও জাতীর ধংশ যজ্ঞ থেকে এক মঞ্চে আসুন এবং নিজেদের মধ্য যদি সহিংসতা থাকে
তাহলে শত্রু রাস্ট , উভয় দিকে খড়গ চালিয়ে ইরাক আর আফগান পরিস্থিতি সৃষ্টি করবে । । আর একবার যদি গৃহযুদ্ধের
সুচনা হয় তাহলে শতাব্দির পর শতাব্দি চলে যাবে কিন্তু এ জাতীর ধংশ ছাড়া পরে আর কিছুই অবশিষ্ট থাকবেনা । ।

এতএব বাঙালি সাবধান ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.