আমাদের কথা খুঁজে নিন

   

চারদিকে বিদায়ের সুর

আর মাত্র একদিন। তারপরই ভাঙছে বাঙালির প্রাণের মেলা। চারদিকে যেন বিদায়ের সুর। প্রকাশকদের দাবির মুখে শেষ দুইদিন মেলার সময়ও বাড়িয়েছে বাংলা একাডেমি। আজ বৃহস্পতিবার মেলা শুরু হবে দুপুর ২টায় চলবে রাত ৯টা পর্যন্ত।

কাল শেষ দিন সকাল ৯টা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। মেলার তথ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে এ তথ্য। গতকাল বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'বিশ্ব ঐতিহ্য হিসেবে জামদানি' শীর্ষক আলোচনাসভা। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফিরোজ মাহমুদ। আলোচনায় অংশগ্রহণ করেন রুবী গজনবী, বিবি রাসেল এবং শাওন আকন্দ।

সভাপতিত্ব করেন ড. নিয়াজ জামান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংস্কৃতিক সংগঠন 'দৃষ্টি', 'বিরহী শিল্পগোষ্ঠী' 'জাগরণ ললিতকলা একাডেমী'। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সায়েরা হাবীব। সংগীত পরিবেশন করেন সালমা আকবর, সালাউদ্দীন আহমেদ, চঞ্চল খান, ফারহানা ফেরদৌসী তানিয়া, মকবুল হোসেন, আবিদা রহমান সেতু এবং সারোয়ার হোসেন বাবু। গতকাল ২৬তম দিনে মেলায় এসেছে ১০৭টি বই এবং মোড়ক উন্মোচিত হয়েছে ১০টি বইয়ের।

নবযুগ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের বই 'মৌষলকাল'। গতকাল মেলার ২৬তম দিনে তিনি এসেছিলেন মেলা প্রাঙ্গণে। এ সময় তিনি কিছুক্ষণ সময় কাটান প্রকাশনা সংস্থা নবযুগের স্টলে। নবযুগ প্রকাশনার স্টলে আসা মাত্রই অটোগ্রাফ শিকারিরা ঘিরে ধরে জীবন্ত কিংবদন্তি এই কথাসাহিত্যিককে। সমরেশ মজুমদারকে কাছে পেয়েই তার বই কেনার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন সমরেশভক্তরা।

এ সময় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন নবযুগের স্টলে এসে সমরেশ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন।

ড. মোশাররফের নতুন দুই বই : এবার অমর একুশের বইমেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দুটি বই বেরিয়েছে। দেশের চলমান রাজনৈতিক সংকট, রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, অর্থনীতি, সমাজনীতি এবং জাতীয় সম্পদসহ নানা বিষয়ে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণধর্মী বই দুটির নাম দেওয়া হয়েছে 'রাজনীতির হালচাল' ও 'সময়ের ভাবনা'। 'রাজনীতির হালচাল' প্রকাশ করেছে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা, ১১/১, বাংলাবাজার, ইসলামিয়া টাওয়ার (২য় তলা), ঢাকা। ১৬০ পৃষ্ঠার বইটির মূল্য ৩০০ টাকা।

'সময়ের ভাবনা' প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন, ১২, বাংলাবাজার, শিকদার ম্যানশন (নিচ তলা), ঢাকা। ২২৪ পৃষ্ঠার বইটির মূল্য- ৪০০ টাকা। বই দুটি একুশে বইমেলায় ১৭৭-১৭৮ এবং ৪০৮-৪০৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

অপরেশ বন্দ্যোপাধ্যায়ের ৮টি বই : এবারের মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে বাংলা একাডেমির পরিচালক (গবেষণা ও ফোকলোর) অপরেশ বন্দ্যোপাধ্যায়ের ৮টি বই। এর মধ্যে তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছে গণিত অভিধান, সাহিত্য বিকাশ থেকে 'গাণিতিক পরিভাষা', অক্ষর পাবিলিকেশনস থেকে 'পাই রহস্য', কথামেলা থেকে 'মজার বিজ্ঞান', নলেজ মিডিয়া থেকে 'প্রাণী রহস্য', ও বৈশাখী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে 'বৈজ্ঞানিক জোকস'।

মীর রমজান আলীর রচনাসমগ্র : বলাকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মীর রমজান আলীর রচনাসমগ্র। গতকাল বিকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক।

অন্যদিকে অ্যাডর্ন থেকে প্রকাশিত কাবেদুল ইসলামের 'বাংলাদেশের জেলা পুলিশ অবকাঠামো এবং ব্যবস্থাপনা উৎপত্তি ও ক্রমবিকাশ'।

চোখ এবং আমি : আফিয়া সুলতানা রুবি'র কবিতার বই। প্রকাশক : বনলতা প্রকাশনী।

মুখবন্ধ লিখেছেন রেজাউদ্দিন স্টালিন। মূল্য ১৩০ টাকা।

দ্বিবর্ণা কাব্য : এ এইচ এম এনামুল হকের 'দ্বিবর্ণা কাব্য' গ্রন্থের কবিতাগুলো চার থেকে ষোল চরণ বিশিষ্ট। বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। ১২০টি কবিতা সম্বলিত এই বইটির প্রকাশক অনুপম প্রকাশনী।

দুষ্প্রাপ্য বৃক্ষরোপণ কর্মসূচি : গতকাল দুপুর আড়াইটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্বের মহাবিপন্ন তালিপাম বৃক্ষের দুটো চারা এবং দুষ্প্রাপ্য নাগলিঙ্গম বৃক্ষের চারা রোপণ করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

ঘোষিত হয়েছে 'সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪' : গতকাল ঘোষণা করা হয়েছে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪। এবারের 'সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন ক শাখায় প্রবন্ধে আকবর আলি খান, কবিতায় আসাদ চৌধুরী, উপন্যাসে মঈনুল আহসান সাবের, মোহিত কামাল, শিশুসাহিত্যে আলী ইমাম এবং মাহবুবা চৌধুরী। খ শাখায় তরুণ লেখক ক্যাটাগরিতে কবিতায় মহিম সন্নাসী, এবং উপন্যাসে রাতুল হাসান। আগামী ৬ মার্চ চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের জন্য মনোনীতদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বলে জানিয়েছে চ্যানেল আইর সঙ্গে সংশ্লিষ্টরা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।