আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে সবচেয়ে রক্তক্ষয়ী মাস এপ্রিল: জাতিসংঘ

জাতিসংঘ বিবৃতিতে বলা হয়েছে,“ইরাকে ২০০৮ সালের জুন মাসের পর থেকে এ বছর এপ্রিল মাসই সবচেয়ে বেশি প্রাণঘাতী। সন্ত্রাসী হামলা এবং সহিংসতায় এ মাসে নিহত হয়েছে ৭১২ জন এবং আহত হয়েছে ১৬৩৩ জন। ” গত মাসে নিহতদের ৪৩৪ জন বেসামরিক নাগরিক এবং ২৮৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে ইরাক কর্তৃপক্ষ বুধবার এপ্রিলে মাসিক নিহতের সংখ্যার যে হিসাব দিয়েছে তা জাতিসংঘের দেয়া নিহতের পরিসংখ্যানের চেয়ে কম। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হিসাবমতে, এপ্রিলে নিহত হয়েছে ২৪৫ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ৮৪ সদস্য।

ইরাক কর্র্তপক্ষ তাদের হিসাবে প্রায়ই হামলায় হতাহতদের সংখ্যা কম দেখিয়ে থাকে। এর কারণ স্পষ্ট নয়। কিন্তু ইরাক কর্তৃপক্ষের দেয়া নিহতের ওই হিসাবেও এপ্রিলেই মৃতের সংখ্যা বছরের শুরুর সময় থেকে সবচেয়ে বেশি। প্রতিবেশী দেশ সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে সুন্নি ও শিয়াদের মধ্যকার নাজুক সম্পরর্কে আরো টানাপোড়েন দেখা দেয়ায় ইরাক পরিস্থিতি আরো বেশি গোলযোগপূর্ণ হয়ে উঠছে। ২০১১ সালের ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এখন দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

করিকুকে গত সপ্তাহে সুন্নি আন্দোলনকারীদের শিবিরে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর ইরাকজুড়ে হামলার ঘটনা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। শুরু হওয়া সংঘর্ষ সহিংসতা ছড়িয়ে পড়েছে সিরিয়া ও জর্ডান সীমান্তবর্তী আনবার প্রদেশসহ অন্যান্য সুন্নি এলাকায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।