আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ডকে হারাল উইন্ডিজ

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান করে ক্যারিবীয়রা। জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরে যায় ইংলিশরা। ইনিংসের ৩৭তম ওভারে ২ উইকেটে ১৮০ রান ছিল ইংল্যান্ডের। এমন অবস্থা থেকেও ২৫৪ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। ১৫ রানের হার নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা। বৃথা হয়ে মাইকেল লাম্বের অভিষেক সেঞ্চুরিটি। ডেনিস এমিসের পর দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন তিনি। ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেন লাম্ব। কিন্তু লাম্বের সেঞ্চুরিও জেতাতে পারেনি ইংল্যান্ডকে। ম্যাচ শেষে অধিনায়ক স্টুয়ার্ট ব্রড বলেন, 'উভয় ইনিংসের দিকে তাকালে দেখা যাবে ৪০ ওভার পর্যন্ত আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। তারপর সমস্যা হয়েছে। ব্যাটিংটাকে আমি খুব খারাপ বলব না। শেষ ১০ ওভারে বল হাতে তারা আমাদের বেশ ভুগিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.