আমাদের কথা খুঁজে নিন

   

সাধক হবো

অনেক দিনের সাধনা,
আমি সাধক হবো;
সাধনায় আমি তোমায় নিয়ে মগ্ন থাকবো।
ছেঁড়া কাগজ আরও ছিঁড়বো,
লিখবো না সেদিন কিচ্ছু;
আমি নিজেই থাকবো আমার পিছু।
ব্রতে ব্রত আনাড়ি আজি
সত্য তবুও মিছে ডাকি;
বুঝেও অহেতুক ভুল করি,
মিছে ভাবনায় ডুবে তরী।

সাধনায় আজি অতল ত্রুটি,
শুধরানো বড় দায়-
তাই বিধাতার সনে
নতুন সুরে বাধবো জুটি।
সকলে চায় গুছানো ফুলদানী,
ভুবনে পদদলিত যজ্ঞ মালী।

পথে পথে ঘুরি,
সাধক হতে সাধনা খোঁজ করি;
ভুল করি-
নিজ পানে না চাহিয়ে।
সাধনে এ মন ফেলনা নহে,
আমি চলা শুরু করি-
সাধনায় সাধক হতে চলি।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।