দেশকে ভালবাসি
ভারতে মুসলিম বিরোধী মানষিকতার বিষবাস্প ছড়ানো হচ্ছে শুরু থেকেই অর্থ্যাৎ বৃটিশ আমল থেকেই চলে আসছে গভীর ষড়যন্ত্র! আর সেই ধারাবাহিকতায় এখনো ভারতের প্রায় প্রতিটি প্রদেশের সরকারী পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অধ্যায়ন করানো হয় ইসলাম বিরোধী ভুল ইতিহাস! বিশেষত ভারতের হিন্দুদের মনে মগজে ইসলাম ও মুসলিম বিদ্বেষ চীরস্থায় করতে অত্যান্ত চাতুরতার সাথে মুসলিম বিরোধী গল্প, উপন্যাস ও ঐতিহাসিক ঘটনাসমুহ বিকৃতভাবে উপস্থাপন করা হয়ে চলেছে।
উদহারন সরূপ বলা যায়, কথিত প্রখ্যাত ঐতিহাসিক ড. বিশ্বম্ভর নাথ পাণ্ডের একটি বই বিস্ময় সৃষ্টি করেছে! বইটির নাম ”ইসলাম অ্যান্ড ইন্ডিয়ান কালচার“। তার বইটিতে সে লিখেছে, “টিপু সুলতান তিনি নাকি বলপূর্বক ইসলামধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিলেন বলে তিন হাজার ব্রাক্ষণ আত্মহত্যা করে!” আর এ বিকৃত তথ্য পাঠ্যবইতে হুবুহু লিপিবদ্ধ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় ড.হরপ্রসাদ শাস্ত্রী। ড.শাস্ত্রীর কাছে তার তথ্যসূত্র জানতে চেয়ে চিঠি লিখেছিলেন প্রখ্যাত লেখক আল্লামা গোলাম আহমাদ মোর্তজা।
অনেকগুলি স্মারকপত্র দেওয়ার পর উত্তর এল যে, সে নাকি সেটি মাইসোর গেজেটিয়ার থেকে নিয়েছে।
অথচ অধ্যাপক শ্রী কান্তিয়া জানায়, “তিন হাজার ব্রাক্ষণের আত্মহত্যার কাহিনীটি মাইসোর গেজেটিয়ারের কোথাও নেই। আর মহীশুর ইতিহাসের ছাত্র হিসাবে সে সম্পূর্ণ নিশ্চিত যে, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। ” সে আরো জানায়, টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিলো একজন ব্রাক্ষণ, পূর্ণিয়া। আর তাঁর সেনাপতি কৃষ্ণরাও-ও ছিল একজন ব্রাক্ষণ। বরং টিপু সুলতান নিয়মিত যে অনুদান দিতেন তা দিয়েই তৎকালিন ১৫৬টি মন্দির টিকে ছিল।
.....ড.শাস্ত্রীর লেখা ভুল ইতিহাস বাংলা, আসাম, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের হাইস্কুল গুলোতে অনুমোদিত পাঠ্যপুস্তক। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমীপে ড.শাস্ত্রীর, মহীশুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রজেন্দ্রনাথ শীলের ও অধ্যাপক শ্রী কান্তিয়ার সঙ্গে আমার যে পত্র বিনিময় হয়েছিল, সবকিছু পাঠিয়ে দিয়ে পাঠ্যপুস্তকে আপত্তিকর অংশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আবেদন রাখলাম। ভাইস চ্যান্সেলরের কাছ থেকে চটজলদি উত্তর এল যে, ড.হরপ্রসাদ শাস্ত্রীর ইতিহাসপুস্তক পাঠ্যসূচী থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু উত্তর প্রদেশের জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য নির্ধারিত ইতিহাস পুস্তকে অনুরূপ আত্মহত্যার কাহিণীর অস্তিত্ব দেখে আমি বিস্মিত হই!” [তথ্যসূত্র: গোলাম আহমাদ মোর্তজা রচিত ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়, পৃষ্ঠা-৯৫-৯৬]
উদারপন্থি মুসলিম শাসক হয়েও টিপু সুলতানের বিরুদ্ধে যদি হিন্দু যবন ম্লেচ্ছদের এরকম ষড়যন্ত্র হতে পারে, তাহলে অন্যান্য মুসলমান শাসকদের বিষয় তারা কি করতে পারে তা বোদ্ধা ব্যাক্তি মাত্রই অনুমেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।