আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ

বহু প্রতীক্ষিত লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে ১৬ তম লোকসভার দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যনির্বাচন কমিশনার ভি.এস.সম্পত। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে আদর্শ আচরণবিধি জারি হয়ে গেল। ফলে আর নতুন কোন প্রকল্প ঘোষণা করা যাবে না।

এবারের লোকসভা নির্বাচন হবে মোট ৯ দফায়।

প্রথম দফার ভোট শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল, শেষ হবে ১২ মে। পশ্চিমবঙ্গে মোট পাঁচ দফায় ভোট হবে। ভোট হবে ১৭, ২৪, ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে। ভোট গণনা আগামী ১৬ মে।  

 

এর আগে ২০০৯ সালে লোকসভার ভোট হয়েছিল পাঁচ দফায়।

সেদিক থেকে বিচার করলে এবারই প্রথম সবচেয়ে বেশি দফায় নির্বাচন পরিচালনা করা হচ্ছে। ভোটার সংখ্যা বেড়ে যাওয়া এবং নিরাপত্তার কারণেই এবার নয় দফা ভোট করানোর কথা ভাবা হয়েছে। লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, নবগঠিত তেলেঙ্গানা, ওড়িশা এবং সিকিম এই চাররাজ্যে বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এবার দেশে মোট ভোটারের সংখ্যা ৮১ কোটি ৪০ লক্ষ, গতবারের তুলনায় যা ১০ কোটি বেশি। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা ২ কোটি ৩০ লক্ষ।

পোলিং বুথের সংখ্যা ৯ লক্ষ ৩০ হাজার। এবারই প্রথম ইলেকট্রনিক্স ভোটযন্ত্রে ভোটাররা ‘নোটা’(ওপরের কোন প্রার্থীই পছন্দ নয়/নান অব দ্য এভাব) প্রয়োগের সুযোগ পাবেন।  

 

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সামিল করা হবে ১ কোটি ১০ লক্ষ ভোটকর্মীকে। থাকছে নিরাপত্তা বাহিনীও। স্পর্শকাতর এলাকায় মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। আগামী ৩১ মে-র মধ্যে নতুন লোকসভা গঠন করতেই হবে।

এদিকে ভারতের জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই যে যার সাধ্য মতো নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। এবারের লোকসভা নির্বাচনে বড় রাজ্যে প্রার্থীরা সর্বোচ্চ ৭০ লক্ষ রুপি খরচ করতে পারবেন।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.