আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর বৃহত্তম Greenfield festival ,গ্লাসটনবারি ফেস্টিভাল,ইংল্যান্ড




গ্লাসটনবারি ফেস্টিভাল (মুলত Pilton Pop, Blues & Folk Festival ) বর্তমানে অফিসিয়ালি বলা হয় Glastonbury Festival of Contemporary Performing Arts যা তিন দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান,এটি হয়ে থাকে ইংল্যান্ডের পিলটনের নিকট সমারসেটে। এতে সঙ্গীত ছাড়াও ড্যান্স,কমেডি,থিয়েটার,সার্কাস ও আরও নানা রকম কলানুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছরই ফেস্টিভালটি প্রচারমাধ্যমের প্রধান আকর্ষণ হয়ে থাকে। Michael Eavis নামের একজন বিত্তশালী ফার্মহাউজের মালিকের নিজস্ব জায়গায় ফেস্টিভালটি আয়োজন করা হয়। এদিক থেকে গ্লাসটনবারি হচ্ছে পৃথিবীর বৃহত্তম Greenfield festival বর্তমানে প্রায় পৌনে ২ লক্ষ মানুষ এতে অংশগ্রহণ করে থাকে।




এটি সর্বপ্রথম হয়েছিল ১৯৭০ সালে,এরপর থেকে মোটামুটি ধারাবাহিক ভাবেই হয়ে আসছে। মাঝে মাঝে কয়েক বছর ফেস্টিভালটি হয়নি। ১৯৭০ সালে এর টিকিটের মূল্য ছিল ১ পাউন্ড বর্তমানে ২০১৩ তে যা ছিলো ২০৫ পাউন্ড। থাকার জন্য এর আশেপাশে অনেক ক্যাম্পিং এরিয়া আছে যেখানে তাবু টাঙ্গিয়ে মানুষজন থাকার ব্যবস্থা করে থাকে। Limekilns এবং Hitchin Hill Ground কিছুটা শান্ত এরিয়া,Cockmill Meadow হচ্ছে ফ্যামিলি ক্যাম্পিং এরিয়া ।

প্রতি বছর জুন মাসের শেষ সপ্তাহে এর আয়োজন করা হয়ে থাকে।






















 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.