আমাদের কথা খুঁজে নিন

   

পল্লী সাহিত্য...

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....


কতো অফুরন্ত অমূল্য রতন,
পল্লী জননীর পরতে পরতে,
লুকিয়ে আছে।
ভোরের ¯িœগ্ধ হিমেল হাওয়া,
মোদের মন মাতিয়ে তোলে,
সুমধুর গানে।



ডাক ও খনার জ্ঞানগর্ভ বচন,
সর্বজন যাহা করিত স্মরণ,
নিয়ত হারিয়ে গেছে।
“মন মাঝি তোর বৈঠা নেরে”
এমন মধুর গানের সুর,
ক্রমশ লোপ পেয়েছে।

রাখাল, ভাটিয়ালী, মারফতী আর,
জারি, আধুনিক গানের মারপ্যাচেঁ,
পিষ্ট হচ্ছে নির্দ্বিধায়।
পল্লী সাহিত্যের দিগন্তহীন সমুদ,
শুকিয়ে হয়েছে অখন্ড মরূ,
অথচ আমরা নির্বিকার।

কে আছো মখমল মনের মানব?
হৃদয় যাহার আবেগপ্লুত সদা,
পল্লীর টানে।


মৃত পল্লী সাহিত্যেরে দানিতে প্রাণ,
স্বকরূণ সুরে তনুমন যাহার,
প্রত্যহ কাদেঁ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।