আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনাল নিয়ে বুলবুলের বাজি

এশিয়া কাপ খেলেছেন চার-চারবার। প্রথম ১৯৮৮ সালে। সেবারের আয়োজক ছিল বাংলাদেশ। সর্বশেষ ২০০০ সালে। সেটাও হয়েছিল এই পাললিক ভূমিতে।

এরপর আর খেলা হয়নি এশিয়া কাপে। চারবারের খেলার অভিজ্ঞতাটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এবার তিনি এশিয়া কাপের হোস্ট ডিরেক্টর। মাঠের বাইরে থেকে এখন পরিচালনা করছেন এশিয়া কাপের দ্বাদশ আসরের। দেখছেন প্রিয় দল বাংলাদেশের খেলা।

হতাশ হয়েছেন টাইগারদের পারফরম্যান্সে। আজ ফাইনাল। কাউকেই সমর্থন করছেন না। তবে ক্রিকেটীয় দৃষ্টিতে মনে করছেন, এশিয়া কাপের শিরোপা জিতবে পাকিস্তান।

আসরের লিগ পর্বে পাকিস্তানকে ১২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

সে হিসেবে আজকের ম্যাচে সামান্য হলেও এগিয়ে দ্বীপরাষ্ট্র। কিন্তু বুলবুল সেটা মানছেন না। তার মতে, আজকের ফাইনালে এগিয়ে পাকিস্তান। তাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব, 'শ্রীলঙ্কা ভারসাম্যপূর্ণ একটি দল। তাদের সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো ভালো ক্রিকেটার রয়েছে।

তারপরও আমি মনে করি পাকিস্তান দলে ম্যাচ উইনারের সংখ্যা বেশি। তাই আমি মনে করি আজ জেতার সম্ভাবনা বেশি পাকিস্তানের। ' পাকিস্তানকে এগিয়ে রাখলেও লড়াই হবে সেয়ানে সেয়ানে, সেটা জানাতেও ভুলেননি তিনি, 'দুই দলেই তারকা ক্রিকেটার রয়েছে। ভারত ও বাংলাদেশ ম্যাচ জিতে মানসিকভাবে অনেক বেশি আত্দবিশ্বাসী পাকিস্তান। কিন্তু শ্রীলঙ্কাও কম যাবে না।

তারাও পুরো আসরে ভালো খেলছে। তাই আমি মনে করি খেলায় জোর প্রতিদ্বন্দ্বিতা হবে। '

হতাশ হয়েছেন মুশফিকদের পারফরম্যান্সে, 'গত আসরে অসাধারণ ক্রিকেট খেলেছিল মুশফিকরা। তাই এবার ক্রিকেটপ্রেমীদের চাওয়াটা অনেক বেশি ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ক্রিকেটাররা।

' কারণ ব্যাখ্যায় বলেন, 'কিছু কিছু জায়গায় ভুল করেছে ক্রিকেটাররা। মুশফিক অসাধারণ একজন ভালো ক্রিকেটার। কিন্তু তার অধিনায়কত্ব ভালো লাগেনি এবার। বোলিং চেঞ্জিং, ফিল্ডিং প্লেসিংয়ে কিছু সমস্যা ছিল। এ ছাড়া দলের কোচিং স্টাফদের সামর্থ্য নিয়ে আমার প্রশ্ন আছে।

গত কয়েকটা ম্যাচে একই সমস্যা দেখা গেছে দলের। কিন্তু কোচরা কোনো সমাধান দিতে পারেননি। ' টুর্নামেন্ট পরিচালনা করতে এসে সবচেয়ে কঠিন সমস্যা মনে হয়েছে বুলবুলের মানুষকে সামলানো, 'সবকিছুই হ্যান্ডেল করা যায়। কিন্তু ম্যান ম্যানেজমেন্ট সবচেয়ে কঠিন। প্রথমবারের মতো আসর পরিচালনা করতে এসে সেটাই মনে হয়েছে।

'

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।