আমাদের কথা খুঁজে নিন

   

আসছে স্যামসাং গ্যালাক্সি ট্যাবপ্রো ১২.২

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাবপ্রো ১২.২ মূলত ব্যবসায়ীদের জন্য ডিজাইন করা হয়েছে।
বেস্ট বাই, ওয়াল মার্ট, নিউএগ, অ্যামাজন এবং স্যামসাংয়ের ওয়েবসাইটের মাধ্যমেও ট্যাবপ্রো ১২.২ বিক্রি করা হবে।
ভিন্ন এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, অন্যান্য সাইটে পণ্যটি এখনও তালিকাভুক্ত করা না হলেও বেস্ট বাই ইতোমধ্যেই পণ্যটি তালিকাভুক্ত করেছে ও ট্যাবটির ৩২ গিগাবাইট সংস্করণের মূল্য জানিয়েছে, ৬৪৯ ডলার ৯৯ সেন্ট। তবে সাইটটি মূল্য জানালেও কবে থেকে তা পাওয়া যাবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি।
অন্যদিকে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ফেব্রুয়ারি মাস থেকেই পণ্যটির প্রি-অর্ডার গ্রহণ করছিল। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট চালিত হাই-ডেফিনেশন স্ক্রিনের ট্যাবপ্রো ১২.২ এ থাকবে হুলু প্লাসের সফটওয়্যার ও সেবার তিন মাসের সাবস্ক্রিপশন গ্যালাক্সি পার্কস। এ ছাড়াও ট্যাব ক্রেতা এক বছরের জন্য পাবেন গোগো ইনফ্লাইট ওয়াই-ফাই ও ব্লুমবার্গ বিজনেসউইক+ ছয় মাসের জন্য সিসকো ওয়েবএক্স এবং গুগল প্লে স্টোরে ২৫ ডলার ক্রেডিট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.