আমাদের কথা খুঁজে নিন

   

আমার কাছে উত্তর নেই। আপনাদের উত্তর জানতে চাচ্ছি। (২টি ছবি ব্লগ)

♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪ এই লেখাটার কি শিরোনাম দেবো বুঝতে পারছি না! প্রথমে নিচের ১ম ছবিটা দেখুনঃ অনেকেই জানেন। তবুও বলি- এটা একটা বিখ্যাত ছবি। সুদানের দুর্ভিক্ষের সময় তোলা এই ছবিটির জন্য আলোচিত্রী পুলিৎজার পুরস্কার অর্জন করেন। ১৯৯৪ সালে তোলা এই ছবিটি পুরো পৃথিবীকে নাড়া দিতে সক্ষম হয়েছিল। জাতিসংঘের একটি ফুড ক্যাম্পের পাশে একটি অসুস্থ শিশু পড়েছিল।

শিশুটির ঠিক পেছনেই একটি শকুন অপেক্ষ্যমান। কখন শিশুটি তার শেষনিঃশ্বাস ত্যাগ করবে সে আশায় শকুনটি বসে আছে। কেভিন কার্টার নামের এক আলোকচিত্রশিল্পী এই মর্মান্তিক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। তারপর শিশুটিকে জাতিসংঘের ফুড ক্যাম্পে না নিয়ে, শকুনের সাথে রেখেই সেই জায়গা ত্যাগ করেন। খুব সম্ভবত এর মাত্র ৩ মাস পর কেভিন কার্টার আত্মহত্যা করেন।

এবার আসল কথায় আসি। গুগল ইমেজে ঘুরতে ঘুরতে নিচের ছবিটি আমার চোখে পড়ে। সমস্যা শুরু তখনই! ১ম ছবি ও ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক। কিন্তু ২য় ছবিটাকে আমি কি হিসেবে নেব বুঝতে পারছি না। এটা কি শুধু নিছক ফান ছবি? নাকি প্রতীকী ছবি? কেভিন কার্টারের মত (পড়ুন আমাদের মত) মানুষ গুলোকে ধিক্কার? আমরা সহ্য করতে পারলেও শকুন সহ্য করতে পারেনি।

আমরা নিষ্ঠুর হলেও শকুনটি নিষ্ঠুর হতে পারেনি! আমার কাছে উত্তর নেই! আপনাদের উত্তর পাবো আশা করি। আরেকটি কথাঃ আমাদের দেশে ঘোটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনার সাথে মিল পাচ্ছেন কি?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.