আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক মাধ্যম বন্ধের হুমকি তুর্কি প্রধানমন্ত্রীর

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যমের সাইটগুলোতে ব্যাপক আকারে এরডোগানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পোস্ট করা হচ্ছে।
সামাজিক সাইটগুলোতে এরডোগান ও তার ছেলের গোপন কথোপকথনও পোস্ট করা হয়েছে। সে কথোপকথনে তারা বিশাল অংকের অর্থ লুকানোর ব্যাপারে আলোচনা করছিলেন। তবে সম্পূর্ণ বিষয়টিকেই ভুয়া দাবি করে এরডোগান জানিয়েছেন, ইউটিউব ও ফেইসবুকের দয়ার উপর তারা দেশকে ছেড়ে দেবেন না। ইউটিউব এবং ফেইসবুক-- এ দুটি সাইটকে সব ধরনের অনৈতিক ও গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে কঠোর পন্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে ফেব্রুয়ারি মাসে দেশটির সংসদে নতুন এক আইন পাশ করা হয়েছে। এ আইনের ফলে কোনো প্রকার আদালতের আদেশ ছাড়াই তুরস্কের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ যে কোনো ওয়েবসাইট ব্লক করে দিতে পারবে।
তবে এরডোগান সরকারিভাবে ফেইসবুক ও ইউটিউব ব্লক করে দেওয়ার হুমকি দিলেও পরবর্তীতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গাল এ প্রসঙ্গে বলেছেন, এ ধরনের কোনো নিষেধাজ্ঞার ‘প্রশ্নই আসে না’।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.