আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে বসুন্ধরার সহায়তা চাইলেন মুহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সহযোগিতা করলেও উদ্বোধনী অনুষ্ঠানের খরচ বাংলাদেশকেই বহন করতে হবে। আর এ বিশাল আয়োজনের জন্য ১০০ কোটি টাকা সহায়তা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ লক্ষ্যে তিনি বসুন্ধরা গ্রুপেরও সহায়তা চেয়েছেন।

গতকাল রবিবার বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, গতবারের চেয়ে এ আয়োজনে বেশি সময় দিতে হচ্ছে।

গত বিশ্বকাপের উদ্বোধনীর আয়োজনের জন্য হোটেল রেডিসনে একটি মিটিংয়েই অর্থ আদায় হয়ে যায়। এবার চারটি মিটিং করা হবে। তবে গতবার যেখানে একটি প্রতিষ্ঠানই ৫ থেকে ৬ কোটি টাকা দিয়েছে, এবার সেটি কম। যেহেতু প্রতিষ্ঠান বেশি তাই এক থেকে দেড় কোটি টাকা করে দিচ্ছে।

গত বিশ্বকাপে শুধু ব্যাংক এবং মোবাইল ফোন কোম্পানি থেকে চাঁদা নেওয়া হলেও এবার পাওয়ার কন্ট্রাকটরদের কাছ থেকেও অর্থ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অনেক বড় বড় কোম্পানি রয়েছে, যাদের কাছে কখনও যাওয়া হয়নি, যেমন বসুন্ধরা, স্কয়ারসহ অন্যান্যদের কাছে এবার চাওয়া হয়েছে। বেসরকারি ব্যাংকগুলো এক থেকে দেড় কোটি দেওয়ার কথা বলেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে ১৮০ কোটি টাকা খরচ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সিলেট, কক্সবাজার, চট্টগ্রামে নতুন স্টেডিয়াম তৈরি এবং ফতুল্লায় স্টেডিয়াম সংস্কারে এ ব্যায় হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার যে আয়োজন করা হয়েছে, তাতে ব্যয় হবে ৫০ কোটি টাকা। তবে এজন্য কোনো অর্থ দেওয়া হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।