আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় বোমা, চাঁদপুরে জুতা মারার মামলায় মিলনের হাজিরা

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত হোসাইনের আদালতে গতকাল বিকালে ১৬ জানুয়ারি কচুয়ার উজানী মাহফিলে ম খা আলমগীরকে জুতা মারার মামলায় হাজিরা দিয়ে ২০ হাজার টাকার বন্ডে জামিন লাভ করেন। এ মামলায় মিলন হাইকোর্টের আগাম জামিনে ছিলেন। গতকাল সকালে মিলন বোমা মারার মামলায় হাইকোর্টে হাজিরা দেন। এরপর উজানীর মাহফিলে ১৬ জানুয়ারি মুসলি্লদের পক্ষ থেকে জুতা মারা হলেও সেই ঘটনায় হুকুমদাতা হিসেবে তার বিরুদ্ধে ১৭ জানুয়ারি কচুয়া থানায় পুলিশের করা মামলায় হাজিরা দিতে চাঁদপুর আসেন মিলন। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমাকে আজ ঢাকায় বোমা ও চাঁদপুরে জুতা মারার মামলায় হাজিরা দিতে হলো। সব কিছুর মামলা দেওয়া শেষ বাকি শুধু মসজিদে জুতা চুরির মামলা। হয়তো সেই মামলার অপেক্ষা করতে হবে। আদালতে মিলনের পক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী সমিতির সভাপতি কামরুল ইসলাম, সেলিম আকবর, মিজানুর রহমান, সালমা বেগম, হারিছ, মাসুদ প্রধানিয়াসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।