আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি পোশাক কারখানাকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি

মঙ্গলবার ক্ষতিপূরণ দাবি করা প্রতিষ্ঠান প্যাট্রিয়ট গ্রুপের পোশাক কারখানা স্টিচওয়েল ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।  

তিনি বলেন, “আগামী দু সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইনডিটেক্স। ”

তবে সময়মতো ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে ইকবাল বলেন, এজন্য তিনি আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে তার স্পেনিশ আইনজীবীর সঙ্গে কথা বলে রেখেছেন।

ইকবাল জানান, গত বছরের ৫ জুন স্টিচওয়েল ডিজাইনকে ‘একটি ঝুঁকিপূর্ণ কারখানা এবং এতে কাজ চালানো সম্ভব নয়’ উল্লেখ করে ইনডিটেক্স তাকে একটি ই-মেইল করে।

একই মেইল ইনডিটেক্স কারখানাটির অন্যান্য ক্রেতাদের কাছেও পাঠায় ক্রেতা প্রতিষ্ঠানটি।

তাতে কারখানার প্রায় ৪ কোটি ডলারের অর্ডারের কাজ সাময়িকভাবে বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান স্থগিত করে বলে জানান ইকবাল।

তিনি বলেন, “এতে আমার বিশাল বিনিয়োগ, ৩ হাজার কর্মচারীর কর্মসংস্থান সবই ঝুঁকির মুখে পড়ে। আমি বাধ্য হয়ে ইনডিটেক্সকে বলি কেন তারা হঠাৎ করে এ ধরনের একটি রিপোর্ট করলো। আমি তৃতীয়পক্ষ দিয়ে ভবনের নিরীক্ষা করার দাবি জানাই।

“পরে ইনডিটেক্স একটি প্রতিষ্ঠানকে দিয়ে স্টিচওয়েল ডিজাইন লিমিটেড নিরীক্ষা করায়।

কিন্তু নিরীক্ষা রিপোর্ট আমাকে সাথে সাথে তারা দিচ্ছিল না। এরপর আমি লিগ্যাল নোটিস দেয়ার কথা বললে তারা আমাকে রিপোর্ট দেয়, যাতে বলা হয়েছে, আমাদের ভবনের কোনো সমস্যা নেই। ”

ইকবাল বলেন, “এজন্য  বিজিএমইএর আরবিট্রেশন বোর্ডেও গেছি। বিজিএমইএ ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য ইনডিটেক্সকে বলেছে। এছাড়া আমি ক্ষতিপূরণ চেয়ে তাদেরকে লিগ্যাল নোটিস দিয়েছি।

ক্ষতিপূরণের অর্থ না পেলে সুইজারল্যান্ডের ‘সুইস চেম্বার অব আরবিট্রেশন ইনস্টিটিউশনে’ মামলা করবেন বলে জানান ইকবাল।

বিশ্বের প্রায় ১০০ দেশে ইনডিটেক্সের আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির আটটি ব্র্যান্ড রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইনডিটেক্সের বাংলাদেশ প্রধান রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে ইনডিটেক্স হেড অফিস প্যাট্রিয়টের সাথে যোগাযোগ করছে। আমার পক্ষ থেকে বলার কিছু নেই।

স্টিচওয়েল ডিজাইন লিমিটেড কারখানাটি ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.