আমাদের কথা খুঁজে নিন

   

মুগ্ধ নয়নে তোমায় দেখি

কিছুখন আগে সন্ধ্যা নেমেছে । প্রকৃতি এখন শান্ত । দুই একটা ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে । আর আকাশে পূর্ণ চাঁদ । মেঘে ডাকা চাঁদকে দেখে আমি মুগ্ধ ।

এখন চলছে শুক্লপক্ষ । শুক্লপক্ষ বা কৃষপক্ষ এই শব্দ গুলোর অর্থ বুঝতে শুরু করেছি কিছু দিন হল । যখন বুঝতাম না তখন ও চাঁদকে মুগ্ধ নয়নে দেখতাম। দেখতাম মেঘ গুলো কিভাবে চাঁদকে আগলে রাখে আর তার সৌন্দর্য কে শতগুন বাড়িয়ে দেয়।

চাঁদের সৌন্দর্যের কাছে আমার মত সবাই হার মানে আর ভাবুক হয়ে ওঠে।

আমি ও তার ব্যতিক্রম হবো কোন……। এক জোড়া জোনাকি আমার আঙ্গিনায় ঘুরছে। ওদের দেখে খুব জোনাকি পোকা হতো ইচ্ছা করছে। যদি হতাম উড়ে উড়ে চলে যেতাম তার কাছে । আর তার কাছে গিয়ে বলতাম “আমি চলে এসেছি তোমার কাছে, আর যেতে বলো না আমাকে”

জানি আমি জোনাকি পোকা ও হবো না তার কাছে ও যেতে পারবে না………।

শুধু চোখ বুঁজে তার স্বপ্ন দেখবো এক মনে । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।