আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা দিবসে দুবাই মাতালো ক্লোজ আপ তারকারা

স্বাধীনতা দিবসে দুবাই মাতালো ক্লোজ আপ-এর পাঁচ তারকা শিল্পী। গতকাল বুধবার রাতে এনটিভি ও অপশন বাই সঞ্জীব কাপুর যৌথ আয়োজনে গালা ডিনার ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বদেশি সংস্কৃতিকে বিদেশের মাটিতে নবরূপে তুলে ধরলো সফররত শিল্পীরা।

স্বাধীনতা দিবস ও এনটিভির দুবাই কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে তিনদিনের দুবাই সফরে আসে ক্লোজ আপ ওয়ান-২০১২ এর সেরা পাঁচ শিল্পী কেয়া, রিতুরাজ, সিঁথি, বাবু ও শেফালী। তাদের সঙ্গে ছিলো 'হাসো সিজন টু '-এর তারকা তারেক ও নবাগত চিত্রনায়িকা রথি ও অনন্যা। ক্লোজ আপ তারকাদের গান, তারেকের মজার মজার কৌতুক অভিনয় আর রথি ও অনন্যার নৃত্যে মধ্যরাত পর্যন্ত মুখরিত ছিলো দুবাইয়ের বিখ্যাত মুভেনপিক বল রুম।

এসময় উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন এনটিভি চেয়ারম্যান মুসাদ্দেক আলী ফালু, ফুজিরাহ রাজ পরিবারের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সারকি ও দুবাই রাজ পরিবারের শেখ আওয়াদ বিন মেজরিন, অপসন বাই সঞ্জীব কাপুরের চেয়ারম্যান মো. সাইদ হোসেন, আই.এফ আইসি ব্যাংকের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, এনটিভি দর্শক ফোরামের সভাপতি মো. রাজা মল্লিক।

প্রবাসীদের উদ্দেশ্যে এনটিভি চেয়ারম্যান বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সকল সমস্যা সমাধানসহ ভিসা বন্ধের মত জটিলতা নিরসনে এন টিভি সোচ্চার ভূমিকা রেখেছে এবং রাখবে। এনটিভি দেশের জনগণও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। মধ্যপ্রাচ্য প্রবাসীদের কথা মাথায় রেখে এনটিভি মধ্যপ্রাচ্য কার্যযলয় উদ্বোধন করেছে।

বক্তব্যে তিনি প্রবাসীদের জন্য নতুন অনুষ্ঠানমালা তৈরির প্রতিশ্রুতি দেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.