আমাদের কথা খুঁজে নিন

   

বিমানকে লাভজনক করার পরামর্শ প্রধানমন্ত্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে এর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লোকসানের বোঝা নিয়ে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। এটি বন্ধ হয়ে গেলে সবাইকেই চাকরি হারাতে হবে।

প্রধানমন্ত্রী গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বাংলাদেশ বিমানের উড়োজাহাজবহরে সংযোজিত চতুর্থ ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ 'রাঙা প্রভাত'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ডানিলোউইজ ও বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের সার্বিক উন্নয়ন শুধু পরিকাঠামো উন্নয়ন বা নতুন বিমান আনয়নের মাধ্যমে সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রথম প্রয়োজন এখানে যারা কাজ করেন, তাদের কাজের দক্ষতা ও আন্তরিকতা। এ প্রসঙ্গে তিনি বলেন, বিমানের সেবার মান বাড়াতে ও নিরাপত্তার বিষয়টি আরও শক্তিশালী করতে গোয়েন্দা সংস্থার কার্যক্রম জোরদার ও বিমানপুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমান ও বিমানবন্দরকে যেন আর বদনামের মধ্যে পড়তে না হয়। প্রধানমন্ত্রী বিমানবন্দরে চোরাচালানকৃত স্বর্ণ বাজেয়াপ্ত প্রসঙ্গে বলেন, চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলেই স্বর্ণ আটকানোর ঘটনা বেড়ে গেছে তা নয়, বরং বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে বলেই চোরাচালান আটকে দেওয়া সম্ভব হচ্ছে। এভাবেই বিমানের আগের দুর্নাম আমরা ঘোচাতে চাই। শেখ হাসিনা বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পৃথক কার্গো সিস্টেমের প্রবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, নতুন প্রজন্মের চারটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ সংযোজনের ফলে বিমানবহরের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সব উড়োজাহাজ সংগ্রহ সম্পন্ন হলে বাংলাদেশ বিমান বহরের উৎকর্ষ আরও বৃদ্ধি পাবে এবং বিমানের ভাবমূর্তি ও সেবার মান উন্নত হবে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে একটি আন্তর্জাতিক মানের এয়ারলাইনস হিসেবে গড়ে তুলতে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য সভরেন গ্যারান্টিসহ সরকার বাংলাদেশ বিমানকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। পরে তিনি ভিভিআইপি লাউঞ্জের সামনে রাখা ৭৭৭-৩০০ উড়োজাহাজটি (রাঙা প্রভাত) পরিদর্শন করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.