আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় আসছেন তিন শিল্পী

একসঙ্গে ঢাকায় আসছেন শ্রীকান্ত আচার্য, নচিকেতা, লোপামুদ্রা মিত্রসহ ওপারবাংলার জনপ্রিয় বেশ কয়েকজন কণ্ঠশিল্পী। তারা আসছেন ক্ষীরোদ প্রসাদের 'আলিবাবা'র নতুন সংস্করণ নিয়ে। ক্ষীরোদ প্রসাদের 'আলিবাবা'র কথা মনে রেখেই ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় সৃষ্টি কালচার সংস্থা নিয়ে আসতে চলেছে 'বাঁদি বান্দার রূপকথা'। পুরো প্রোডাকশনটি পরিচালনা করছেন সুকল্যাণ ভট্টাচার্য। এতে নাটক তো আছেই, তবে তা নাটকীয়তায় উত্তীর্ণ হয়েছে গান-নাচের মধ্যস্থতায়।

বলা যায় এটি একটি 'ডান্স-মিউজিক্যাল-ড্রামা। কিন্তু কলকাতা শুরুতেই সে কাজ দেখতে পাবে না। এ নৃত্যনাট্য সবার প্রথমেই দেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ। এতে সুরকারের দায়িত্ব পালন করেছেন জয় সরকার। আর নাটকের গান এবং ভয়েস ওভারের দায়িত্ব নিয়েছেন কলকাতার সেরা গায়ক-গায়িকারা।

সুকল্যাণের মতো দক্ষ কোরিওগ্রাফার থাকায় নাচ আলাদা করে চোখ টানবে। কোন ভূমিকায় কোন গায়ক-গায়িকা গাইছেন, ভয়েস ওভার দিচ্ছেন, তা রীতিমতো চাঞ্চল্যকর।

এখন অপেক্ষা মঞ্চের পর্দা ওঠার। কেমন দাঁড়াল এ বিপুল আয়োজন, তা প্রথমে দেখতে পারবেন বাংলাদেশের মানুষ। সেপ্টেম্বর মাসে প্রথম শো হবে ঢাকায়।

তারপর শো হবে কলকাতায়।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।