আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাকে বিশ্বাস করা কি ঠিক হবে ?









প্রস্থান কালে চিরচেনা প্রিয়তমা দরজার খিল তুলে দিয়ে বলে -
এখন থেকে তেমনই থেকো যেমন ছিলে আমি আসার আগে ।

জানতাম তাড়িয়ে দেবে ,আমাকে তাড়িয়ে দেয়া হবে কোনকালে,
তাই চিরকুটে লিখে রেখে এসেছিলাম সস্তা আবেগের সত্য বচন ।

জানো তো যৌনাঙ্গেরও হৃদয় থাকে ,কাছে থাকা দূরে থাকা বোঝে !
বহুগামী প্রিয়তমা ,তোমার যোনীর কাছে জেনে নিও কাকে চায় সে !

স্মৃতির জানালায় উঁকি দিয়ে মাঝে মাঝে দেখে নিও অনুভূতির পরিণতি ।
রসুই ঘরের প্রতি ইঞ্চি জায়গায় সযত্নে তাকিয়ে দেখ আমার প্রতিচ্ছবি ।

বিছানার নিচে পড়ে থাকা ছেড়া কবিতার টুকরোগুলো স্বেচ্ছায় রয়ে গেছে ,
একটু সাবধানে পর বুকে ঝাপ দিও ,কবিতাকে বিশ্বাস করা কি ঠিক হবে ?

আশ্চর্য !তোমাকে এসব বলছি কেন ?দেয়ালের সাথে কথা বলে কি লাভ !
সময়ের গভীরে ডুব দিয়ে দেখে নিও অনাগত ভবিষ্যৎ ,জানালায় দাঁড়িয়ে ঠায় ।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.