আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাকে ভালোবেসে তোমাকে ভুলে গেছি

শাফিক আফতাব--------------- কবিতাকে নিয়ে থাকবো বলে তোমাকে ভালোবাসা কমিয়ে দিয়েছি কবিতার সাথে আমার ঘরগিরস্তি হবে বলে আমি তোমার কথা আর ভাবিনা অথচ একদিন তুমি ছাড়া ঘড়ির কাটা থেমে যেতো তুমি নেই বলে ঘড়ির কাটা আর চলতো না দাবী আদায়ে বিরোধী দলের নেতাদের মতোন জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করতো অথচ দেখো কবিতার সাথে কেমন সখ্যতা আমার কবিতা ছায়ার মতোন সবটা সময় মিশে থাকে আমার প্রাণের সাথে তোমাকে মনে হতেই কবিতা রেগে যায় দুই সতীনের ঘর যেভাবে জ্বলে পুড়ে ছারখার হয়। নিবদিতা তোমার নির্ধারিত স্থান কবিতা দখল করে নিয়েছে জবরদখল না হাইকোর্টের রায় পেয়েছে ও, জানিনা সবটা সময় কবিতা আমার গলা ধরে থাকো কোনো বিরামের রেশ নেই কবিতাকে ভালোবাসতে বাসতে তোমাকে ভুলে যেতে বসেছি নিবেদিতা আমি আজ তুখোর ধুমপায়ীর মতোন কবিতাকে পান করে কাবার করতে পারি রাত্রিদিন কোথায় আছো নিবেদিতা, এসো, রেহাই দাও আমাকে, আমাকে সংসারী করো, সঙ্গমের আমন্ত্রণ জানায়, দুটো সন্তান আমিও জন্মায়ে যাই.............. ২৪.০৬.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.