আমাদের কথা খুঁজে নিন

   

আব্বাস, সালামের জামিন

পৃথক জামিন আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ উভয়কে ৬ মাসের জামিন দেয়।
একইসঙ্গে জামিনের বিষয়ে রুলও দিয়েছে আদালত।
আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, সব মামলায় জামিন পাওয়ায় তাদের মুক্তি পেতে আর কোনো বাধা নেই।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন মো. সগীর হোসেন লিওন।

সালামের ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
গত বছরের ২৮ নভেম্বর রাজধানীর শিশুপার্কে বিপরীতে বিহঙ্গ বাসে আগুন, ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় পেট্টোল বোমা নিক্ষেপ, ২৪ ডিসেম্বর বাংলামোটরে বাসে আগুন এবং ৩ জানুয়ারি রাজধানীর পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার ঘটনায় এসব মামলা হয়েছিল।
 
এই চার মামলায়ই মির্জা আব্বাসকে জামিন দিয়েছে হাই কোর্ট। এসব মামলায় তার নাম আসামি কলামে না থাকলেও অভিযোগের বিবরণে ছিল।


অন্যদিকে আব্দুস সালাম জামিন পেয়েছেন বাংলামোটরে বাসে আগুন দেয়ার ঘটনায়।
সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তাদেরকে ৬ মাসের জামিন দিয়েছে। এখন তাদের মুক্তি পেতে কোন বাধা নেই।
এর আগেও এ সব মামলায় তারা হাই কোর্ট থেকে জামিন পান। পরে গত ৯ মার্চ আপিল বিভাগ তাদের জামিন বাতিল করে।

নিম্ন আদালতে আত্মসমর্পনের পর ১৬ মার্চ ফখরুলের সঙ্গে তাদেরকে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকেই তারা কারাগারে রয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.