আমাদের কথা খুঁজে নিন

   

সেকেন্ড হ্যান্ড Raleigh Motomax সাইকেলটি কম বাজেটে মধ্যে কেমন হবে ? সাইক্লিষ্ট ব্লগার Help !!

একটা সাইকেল কিনবো টুকটাক এদিক সেদিকে যাওয়ার রিক্সা খরচ বাচাঁবার উদ্দেশ্যে। তবে বাজেট একেবারেই কম। ভাবছি CellBazar.Com অথবা Bikroy.com থেকে সেকেন্ড হ্যান্ড কিনবো।
তবে কনফিউজড গিয়ার ওয়ালা সাইকেল নাকি নন-গিয়ার সাইকেল সেটা নিয়ে। অনেকেই বলে কম বাজেটের গিয়ারওয়ালা সাইকেলে কদিন পরেই গিয়ারে সমস্যা করে ।

আর মাসে মাসে মেলা খরচ আর নন-গিয়ারে খরচ নেই বললেই চলে।
মূলত: , গিয়ার ওয়ালা সাইকেলের গিয়ার আমার অতটা দরকার পড়বে না, আমি এক গিয়ারেই চালাবো। তবে সাসপেন্সনটার প্রতি আমার আকর্ষনটা একটু বেশী। কারন চালিয়ে আরাম পাওয়া যায়।
তবে কেউ যদি মনে করে থাকেন ( যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড কিনবো ) আমার গিয়ার ওয়ালা সাইকেল না কিনে নন গিয়ারটাই কেন ভালো হবে তাহলে সাজেষ্ট করতে পারেন।


সাইকেল বিডি তে এই সাইকেলটি দেখলাম ভালো মনে হলো।
আমার বাজেটের মধ্যে সাইকেল টি।
Raleigh Motomax

Product Description
Frame Size: 17", Steel frame
Rim Size: 26", Double Alloy Rim
Speed: 18 Speed
Rear Dera: Shimano TZ Tourney
Front Dera: Shimano Tourney
Shifter: Shimano Revoshift
Dual Suspension
Long Heavy Fork
Brake: V Brake
Plastic Mudguard
Color: Pearl White
Weight: 18 kg
Tyre: 26x2.35
Price Tk 9000.00
আপনারা যারা এই সাইকেল টি সম্পর্কে জানেন তারা প্লিজ কমেন্ট করুন আর যদি সেম বাজেটের মধ্যে এর থেকে ভলো সাইকেল মর্কেটে থাকে তাহলে সেটাও সাজেষ্ট করতে পারেন। তবে মনে রাখবেন আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনবো।

আরো দুটি প্রশ্ন.......
১** সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনার সময় সাইকেলের কি কি দেখে কিনতে হবে ?
২** সাসপেন্সন কি কিছু দিন পর জ্যাম হয়ে নস্ট হয়ে যায়।



আপনাদের কমেন্টের দ্বারা আমার পাশাপাশি আরও অনেকে ব্যাপারটা সম্পর্কে জানতে পারবে তাই দয়া করে কমেন্টে কোনো কৃপণতা করবেন না।

ধন্যবাদ সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।