আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম টার্ফ বসবে কমলাপুর স্টেডিয়ামে

রোববার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ফিফার গোল প্রকল্পের আওতায় কৃত্রিম টার্ফটি পাওয়া যাবে।

“বেশ কিছুদিন হয়েছে কমলাপুর স্টেডিয়ামের জন্য একটি সিনথেটিক টার্ফ চেয়ে ফিফার কাছে আবেদন করেছিলাম আমরা। কয়েক দিন আগে ফিফা তা অনুমোদন করেছে। তবে টার্ফ পেতে আরও কিছুদিন সময় লাগবে। ”

কমলাপুর স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আওতায়।

তাই টার্ফ বসানোর জন্য এনএসসির কাছ থেকে ১০ বছরের জন্য এই স্টেডিয়ামটি লিজ নিতে হয়েছে বাফুফেকে। এ নিয়ে বাফুফে ও এনএসসির মধ্যে একটি চুক্তিও হয়েছে।

চুক্তিপত্র ফিফার কাছে পাঠানোর পরই তারা তা দেখে বাফুফেকে টার্ফ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত, ফেডারেশনের নিজস্ব মালিকানার মাঠ না হলে ফিফা টার্ফ দেয় না।

ফিফা গোল প্রকল্প-৪ এর অধীনে এই টার্ফ পাচ্ছে বাফুফে।

এটি হবে দেশের ফুটবলের দ্বিতীয় সিনথেটিক টার্ফ। প্রথমটি বসানো হয়েছিল বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ বালুর মাঠে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।