আমাদের কথা খুঁজে নিন

   

একটি বাড়ী একটি খামার প্রকল্পে আরোও বশেী বরাদ্দ দনি এবং এ প্রকল্প বাস্তবায়নরে দায়ত্বি সনোবাহনিী নৌবাহনিীর তত্বাবধানে দনি

আমরা যারা অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি কম বুঝি , আমরা যারা ব্যাংক বীমা কম বুঝি, আমরা যারা খুশী হই শুনে যে রিজার্ভ রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তখনও আমরা বেশীর ভাগ মানুষ ধার্মিক গরীব,অবর্ণণীয় কষ্টকর অনিশ্চয়তায় বস্তি ফুটপাট আর গ্রামের জীর্ণশীর্ণ ঘরে বসবাস করছি। উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের রিপোর্ট আর আমাদের (বেশীর ভাগ মানুষ ধার্মিক গরীব)বাস্তব জীবন মানের উন্নয়ন মিলাতে গেলে গরমিল বেশী। কম সংখ্যক ধার্মিক ধনী শিল্পপতিরা বেশীরভাগ ধন সম্পদ নিয়ে রাজকীয় ভোগ বিলাস বহুকামিতা নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছেন। অবশ্যই উন্নয়ন অর্জন সন্তোষজনকের চেয়ে বেশী তা যদি হয়ে থাকে ধার্মিক ধনী শিল্পপতিরা যারা ক্রমান্বয়ে বেশীরভাগ ধন সম্পদ এর মালিক হয়েছেন হচ্ছেন তাদের সুখ শান্তি ভোগ বিলাস আরাম আয়েশ পরিমাপ করে। একটি বাড়ী একটি খামার প্রকল্পে আরোও বেশী বরাদ্দ দিন এবং এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে দিন।

অবশ্যই সংলাপে বসুন এবং জনগণের কাছে অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই প্রত্যেক নাগরিককে ৩ মাসের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে সৎ ও দেশপ্রেমিক নাগরিক বানানোর দায়িত্ব সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে দেওয়া হবে। যার জবাবদিহিতা থাকবে সকল জনগনের কাছে। অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই নব্য রাজাকারদের সকল সম্পদ সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ফ্রি রেশন কার্ড এর মাধ্যমে জনগনের নিশ্চয়তা দেওয়া হবে। ১নং-যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে যেমন-হলমার্ক ২নং- যারা হাজার হাজার কোটি টাকা লোন খেলাপী ৩নং-দুর্নীতিগ্রস্থ মন্ত্রী,এমপি,সরকারী কর্মকর্তা,রাজনীতিক,এনজিও কর্তাব্যাক্তি ৪নং ভেজাল,প্রতারনা,রাজস্ব ফাকি দিয়ে যারা ছোট বড় ব্যবসা করছে ৫নং- অপহরণ,খুন,গুম,ধর্ষণকারী ৬নং-যারা দেশী মুদ্রা ভারতসহ পৃথীবির বিভিন্ন দেশে পাচার করছে যাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে,যারা স্বাধীন বাংলাদেশের খতি করছে,এরা নব্য রাজাকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.