আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা কাপ: লড়াইয়ে প্রত্যাশা শেষ ৪ দলেরই

দুটি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বিকেল ৫ টায়।
ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিন প্রতিপক্ষকে শক্তিশালী মানছেন। তবে এই ম্যাচ জিতে ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, “সেমি-ফাইনালে ওঠা কোন দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। ফেনী যথেষ্ট শক্তিশালী দল। তবে আমার বিশ্বাস আমরাই জিতবো।


ব্রাদার্স অধিনায়ক আশরাফুল করিমও কোচের সঙ্গে কন্ঠ মিলিয়েছেন।
“গত কয়েকটি ম্যাচে আমাদের রক্ষণভাগে কিছুটা সমস্যা ছিল। এ নিয়ে আমরা অনেক কাজ করেছি। এই ম্যাচে জয় পেতে খুব একটা সমস্যা হবে না। ”
ফেনীর গাম্বিয়ান কোচ প্রতিপক্ষকে শক্তিশালি মেনে নিয়েছেন।

সেমি-ফাইনালে ওঠাই তাদের জন্য বড় অর্জন মেনে নিয়ে বাড়তি কিছু পাওয়ার আশায় আছেন তিনি।
মঙ্গলবার অপর সেমিফাইনালে মুখোমুখি হতে যাওয়া মোহামেডান ও আবাহনী কোন দলই কাউকে ছাড়তে নারাজ।
আবাহনীর ইরানি কোচ আলী আকবর মোসলিমির মতে, ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে।
“গোটা বাংলাদেশের জন্যই এটা অনেক বড় ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ন একটি ম্যাচ হবে বলেই আমার বিশ্বাস।

এমন ম্যাচে জয়ের বিকল্প কোনো ভাবনা নেই আমাদের সামনে। ”
আবাহনী অধিনায়ক মোহাম্মদ সুজন বলেন, “মোহামেডানের বিপক্ষে আবাহনীর ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। এমন ম্যাচে জয় ছাড়া অন্য কিছু চিন্তাই করা যায় না। আশা করছি উপভোগ্য একটি ম্যাচ হবে। ”
মোহামেডানের পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তার সব ভাবনা জুড়েই এখন কেবল আবাহনীর বিপক্ষে জয় পাওয়া।


“শক্তির বিচারে দুদলের সম্ভাবনা সমান-সমান। তবে আগের তুলনায় এখন আমার দলটি বেশ ভারসাম্যপূর্ন। তাই এই দল নিয়ে আবাহনীকে হারানো যেতেই পারে। আর সে কাজটি করতে আমি আশাবাদী। ”
মোহামেডান অধিনায়ক জাহিদ হাসান এমিলির মতে, গত কিছুদিন আগের মোহামেডান এবং বর্তমান মোহামেডান এক নয়।

দল এখন অনেক ভারসাম্যপূর্ন এবং গোছানো।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.