আমাদের কথা খুঁজে নিন

   

তারেক রহমানকে অর্বাচীন বললেন নাসিম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী বলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্বাচীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, এদের মতো অর্বাচীনরা এসব বলতে পারেন। এ বিষয়ে ঘৃণা প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই বলার নেই।

আজ দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর সরকার দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি মিথ্যাচারের মাধ্যমে রাজনীতির ময়দানে ক্যান্সার ছড়াচ্ছে।

রাজনীতিতে বিএনপির প্রধান অস্ত্র হচ্ছে মিথ্যাচার। রাজনীতির মাঠে আমরা তাদেরকে পরাজিত করেছি। এখন তারা হতাশ হয়ে প্রলাপ করছে। ইতিহাস বিকৃতির মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত করছে। যার হাত ধরে দেশের স্বাধীনতা এসেছে।

হাজার বছরের সেই শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে। তারা ইতিহাস বিকৃতি করছে।

জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি বিএনপির এমন দাবির প্রেক্ষিতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ছবিতে স্পষ্ট প্রমাণ আছে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জিয়াউর রহমান তাকে স্যালুট দিচ্ছেন। একজন রাষ্ট্রপতি তাহলে কিভাবে গার্ডের দায়িত্ব নেন?  এটা হাস্যকর।

সভায় সিদ্ধান্ত মোতাবেক ওইদিন সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

বেলা এগারোটায় মুজিবনগরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সাড়ে এগারটায় আলোচনা সভা করা হবে।

বৈঠকে কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ড. হাছান মাহমুদ, খায়রুজ্জামান লিটন, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, ড. আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, জোনায়েদ আহমেদ পলক, মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মিয়া জান আলী, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আজগর আলী, চুয়াডাঙ্গা জেলা সভাপতি সোলায়মান হক জোয়ারদার ছেলুন, সম্পাদক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।   

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.