আমাদের কথা খুঁজে নিন

   

কারোর পৌষ মাস কারোর সর্বনাশ (রম্য রচনা)

যাহা পড়িবেন , নিজ দায়িত্বে পড়িবেন , আপনার মন খারাপ বা ভাল খারাপ হবার জন্য লেখক কোন অবস্থাতেই দায়ী নয়। পদ্মা নদীর মাঝি পড়সেন কে কে ? ওখানের ডায়লগ “কি জার রে কুবির” পড়ে হাসতাম । পৌষমাসের এই সময়ে আজ হারে হারে টের পাইতাসি ... কি জার রে মনু ... পুরাই কাপাকাপি অবস্থা , এমন সময় লেপের ভিত্রে হঠাৎ ক্রিং ক্রিং , ফুন আসচে , বণ্ধু বনাম আমি -হ্যালু , তুই ঘুমাইছত ? উট হালা ... > ক্যানু কী অইচে ? তুই কানতাসস ক্য ? - তর ভাবীর বিয়া ঠিক হইয়া যাইতাসে ... > কস কি মমিন ? সুসংবাদ , তা তুই কানতাসস ক্যন ? - কানমু না ? পাত্র যে আমার এলাকার ভাই ... > এইডা তুমি কী কও মনু ... এই বিয়া ভাঙতে হপে - আমার মাতায় কিচ্ছু আইতাছে না ... কিছু একটা কর > হালা পেম কী আমারে নিয়া করসিলি ? এখন বিয়া না করতে পারলে বিয়া খা - মর তুই , হালা কই আমারে বাচাইবি না , বিয়া খাইতে কস , আমারে বিষ দে > আমারতে টেকা নাই , বেকার , তর বাপেরে ক বিষ কিন্যা দিতে - হালা তুই একটা অমানুষ , কী করমু এখন ক > এক কাজ কর ভাবীরে গিয়া ক , নাকে তেল দিয়া ঘুমাইতে - আর আমি ? আমি কী মশা মারমু? > আপাতত মশা মার , আর ঐ ভাইয়ের টিকানা জুগার কর ... - হের পর ? > হের পর মই আইন্না ওরে গাছে উঠাইয়া মই সরাইয়া দিতে হপে - মানে কী ? > তুই বেশী কতা কস, যা কইসি কর ... নাইলে বিষ খা ..... বিয়া শাদি বড় খ্রাপ জিনিস ... এলাকাত্ব ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে দেয়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.