আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্ট এর শিক্ষা সফর-২০১২ (ছবি পোষ্ট)

আমি নিজে রুফ গার্ডেনার এবং আমি মনে প্রাণে চাই আমাদের এই শহরটির ছাদ সবুজে ভরে যাক। ছাদে বাগানের সংগঠন বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্টের সদস্যবৃন্দ ২১ ডিসেম্বর ২০১২ সকালে কনকনে শীত উপেক্ষা করে রওনা দিলাম শিক্ষা সফরের উদ্দেশ্য । স্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়া কালচার ডিপার্টমেন্ট । আমাদের শিক্ষা সফরের প্রধান আকর্ষণীয় বিষয় ছিল ''বাওউ একুয়াপনিক্স'' । বাওউ একুয়াপনিক্স হচ্ছে হাইড্রোপনিক্স ও একোয়াকালচারের সমন্বয়ে মাছ ও সবজীর সমন্বিত চাষ ব্যবস্থা ।

এই পদ্ধতিতে দুইটি প্রযুক্তিকে সমন্বয়ের মাধ্যমে মাটি ছাড়া সামান্য পানি ব্যাবহার করে প্রচুর তাজা শাক সবজী ও মাছ পাওয়া যায় । এতে খুব বেশী স্থানেরও প্রয়োজন হয় না । যে কারণে ছাদেও এই পদ্ধতিতে শাক সবজী ও মাছ চাষ করা সম্ভব । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়া কালচার ডিপার্টমেন্ট এর প্রফেসর জনাব ড. এম.এ. সালাম বাংলাদেশে সর্বপ্রথম একুয়াপনিক্সের যাত্রা শুরু করেন । আমাদের সংগঠনের একুয়াপনিক্স বিষয়ক শিক্ষা সফরের কয়েকটি ছবি নিয়েই আজকের ছবি পোষ্ট ।

যাত্রা বিরতিতে আমাদের বাহন । ফটোসেশন চলছে তাই আমিও সুযোগটা নিলাম । বাওউ একুয়াপনিক্স পদ্ধতিতে চাষ করা মাছ বাওউ একুয়াপনিক্স পদ্ধতিতে বেগুন চাষ বাওউ একুয়াপনিক্স পদ্ধতিতে মরিচ চাষ লেটুস পাতা বাওউ একুয়াপনিক্স শেড ঘাস নিয়ে গবেষণা করছে আমাদের সদস্যরা ঘাস থেকে মেশিনে রস বের করা হচ্ছে । অবশেষে ঘাসের রস খাওয়া শুরু আমাদের সাঃ সম্পাদক এতক্ষণ যা খেলাম তা আসলে কচি গমের চারার রস । যা নাকি বৈজ্ঞানিকভাবে প্রমানিত অত্যন্ত পুষ্টিসমৃদ্ধ ।

আসার পথে সবার ইচ্ছা ছিল খেজুরের বাগানটা দেখার । কিন্তু বেটা বদমাস ঐখানে পৌছার ৫ মিনিট পূর্বেও কথা হয়েছিল তার সাথে । কিন্তু পৌছার পর মোবাইল বন্ধ, গেইট ভিতর দিয়ে বন্ধ অনেক ডাকাডাকির পরও কোন সাড়া দেয়নি । হতাশ হয়ে আমাদের ফিরতে হল ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.