আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির অনুধাবন

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !! শেষ পর্যন্ত বিএনপিও বুঝলো, জামাত যুদ্ধাপরাধী। সাবাশ !! তবে অনুধাবনটা আরোও আগে হওয়া উচিৎ ছিল। বুঝতে যেহেতু পারছেন এইবার লাত্থি দিয়া বাইর করা দেন প্রথম আলোর খবরঃ রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সমাবেশে দল-মত-জাতি-ধর্মনির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি আরও জানায়, জামায়াতে ইসলামীকে ওই সমাবেশে দাওয়াত দেওয়ার প্রশ্নই ওঠে না। আগামীকাল বুধবার সমাবেশটি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এসব কথা বলেন। তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যেসব সংবাদমাধ্যম লিখেছে, সমাবেশে জামায়াতকে দাওয়াত দেওয়া হয়েছে, তাঁরা মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। এটা মিথ্যাচার। ’ সংবাদ সম্মেলনের শুরুতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সমাবেশের আহ্বায়ক শাহজাহান ওমর বলেন, ‘এই সমাবেশ নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমাদের এই সমাবেশ সম্পূর্ণ নির্দলীয়, নিরপেক্ষ।

এতে ১৮ দল নেই। তথাকথিত রাজাকার, তথাকথিত জামায়াত, তথাকথিত যুদ্ধাপরাধী নেই। ’ শাহজাহান ওমরের দাবি, তিনি নিজে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মোর্শেদ, কে এম সফিউল্লাহ, রফিকুল ইসলাম বীর উত্তমসহ সব মুক্তিযোদ্ধাকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া অন্যসব সেক্টর কমান্ডারকেও দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন, বিএনপির নেতা আবদুস সালাম প্রমুখ।

পত্রিকার পাতায় খবরটি পড়তে Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.