আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকার দুইজন বিখ্যাত প্রেসিডেন্ট লিংকন ও কেনেডির জীবনে ও মৃত্যুর পরবর্তী কিছু ঘটনাতে এতটাই মিল ছিল যে এটাকে কাকতালীয় বলা যায় না বরং এটাকে ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে।

আমার পরিচিত অনেকেই বলে আমার সাথে নাকি মানুষের চেয়ে জানোয়ারের মিল বেশী। তাই দয়া করে কেউ আমার কাছ থেকে মানুষের ব্যাবহার আশা করবেননা। কাকতালীয়ভাবে কত ঘটনা আমাদের চারপাশে ঘটে,কিন্তু সব ঘটনাকে কিকাকতালীয় বলা যায়?? তেমনি আমেরিকার দুইজন বিখ্যাত প্রেসিডেন্ট লিংকন ও কেনেডির জীবনে ও মৃত্যুর পরবর্তী কিছু ঘটনাতে এতটাই মিল ছিল যে এটাকে কাকতালীয় বলা যায় না বরং এটাকে ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে। আসুন জেনে নিই সেসব অদ্ভুত ঘটনা গুলো- ১. আব্রাহাম লিংকন কংগ্রেসে নির্বাচিত হন ১৮৪৬ সালে। জন এফ কেনেডি কংগ্রেসে নির্বাচিত হন ১৯৪৬ সালে।

ঠিক ১০০ বছর পরে ! ২. আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬০ সালে। জন এফ কেনেডি প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৬০ সালে। ঠিক ১০০ বছর পর ! ৩. দুজনেই তাঁদের সন্তানদের হারান হোয়াইট হাউজে থাকাকালীন সময়ে। ৪. দুজনেই শুক্রবারে আততায়ীর হাতে খুন হন। ৫. দুজনেই মাথায় গুলিবিদ্ধ হন।

৬. লিঙ্কনের সেক্রেটারির নাম ছিল কেনেডি। কেনেডির সেক্রেটারির নাম ছিল লিঙ্কন। ৭. দুজনের আততায়ীই ছিলেন দক্ষিনরাজ্যের। ৮. লিঙ্কনের খুনির নাম ছিল জন উইকিস বুথ,জন্মসাল ১৮৩৯। কেনেডির খুনির নাম ছিল লি হারভে অসোয়াল্ড,জন্মসাল ১৯৩৯।

ব্যাবধান ঠিক ১০০ বছর! ৯. দুইজন খুনির নামই তিনটি শব্দ ও পনেরটি অক্ষর নিয়ে গঠিত। ১০. লিঙ্কন এবং কেনেডি উভয়েরই পরবর্তী প্রেসিডেন্টের নাম জনসন। ১১. উভয় প্রেসিডেন্ট নিহত হওয়ার পর তাঁদের স্ব স্ব ভাইস প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন এবং পরের নির্বাচনে যথাক্রমে ১৮৬৯ ও ১৯৬৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন ! যা ১০০ বছরের ব্যবধান ! ১২. লিঙ্কনের পরবর্তী এন্ড্রু জনসনের জন্মসাল ১৮০৮। কেনেডির পরবর্তী লিন্ডন জনসনের জন্মসাল ১৯০৮। ব্যাবধান ঠিক ১০০ বছর! মাথা ঘুরছে? এবার একটু নড়েচড়ে বসুন! ১৩. লিঙ্কন একটি থিয়েটারে গুলিবিদ্ধ হন।

থিয়েটারটির নাম ছিল ফোর্ড। কেনেডি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হন। গাড়িটি ছিল ফোর্ড ব্র্যান্ডের। ১৪. গুলিবিদ্ধ হওয়ার সময় উভয় প্রেসিডেন্টের পাশেই ফাস্ট লেডিরা উপস্থিত ছিলেন। এছাড়া উভয় জনের বেলাই উপস্থিত ছিলেন জেলার গভর্নর এবং তাদের পত্নীরা।

উভয়জনের ক্ষেত্রে গুলি প্রেসিডেন্ট ের মস্তক ভেদ করে পাশে উপবিষ্ট গভর্নরের শরীরেও আঘাত করে। তবে উভয়ে (প্রেসিডেন্টদের পাশে যার গায়ে গুলি লেগেছিল) তারা প্রাণে বেঁচে যান এবং উভয় জনের বেলায় ফার্স্ট লেডিরা ও গভর্নরের স্ত্রীরা অক্ষত ছিলেন। ১৫. লিঙ্কনকে থিয়েটারে গুলি করে খুনি একটি ওয়্যারহাউজে গিয়ে লুকিয়ে থাকে। কেনেডিকে ওয়্যারহাউজে গুলি করে খুনি একটি থিয়েটারে গিয়ে লুকিয়ে থাকে। ১৬. দুইজন খুনিই তাদের বিচার প্রক্রিয়ার আগে (দুজনেই ঠিক এক মাস আগে) মারা যায়।

১৭. লিংকন ও কেনেডি এ দুটো ইংরেজি বানানে লিখতে ৭টি করে অক্ষরের প্রয়োজন হয় । যেমন - Lincoln এবং Kennedy ফেসবুকে একটা পেজে পেলাম লেখাটি। খুব অবাক হলাম তাই শেয়ার করলাম যে ব্লগার বন্ধুরা হয়ত আরো কিছু বলতে পারবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.