আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসের ভাবনা---

১৯৭১ এর বিজয় দিবসের কথা এখনো স্পষ্ট মনে আছে। হৃদয়ের বাঁধভাঙ্গা সেই উচ্ছাস আর কখনো পেয়েছি বলে মনে পড়ে না। আজ, ৪১ বছর পরে এসে নতুন করে ভাবতে ইচ্ছা করে। আজ যখন বিজয় দিবসের একটা অনুষ্ঠানে ছিলাম তখন কেউ কেউ বলছিল সব ভুলে এখন দেশ গড়ার সময়। আসলেই দেশটা তো স্বাধীন করা হয়েছে গড়ার জন্য।

কিন্তু তাই বলে কি ভুলে যেতে হবে সেই সংগ্রামী অতীতকে? কেউ কি ভুলে যেতে পারে তার পিতা পিতামহের নাম? আমার পিতামহকে আমি চোখে দেখেনি। বাবা গত হয়েছেন ৩৭ বছর আগে। তাই বলে তাদের নাম ভুলে যাবো? ভুলে যাবো তাদের স্মৃতি? তাহলে দেশের সেই সংগ্রামের ইতিহাস কেন ভুলবো? স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু স্বাধীনতার স্বপ্ন সফল হয় নি। এখনো জাতির পতাকা খামচে ধরতে চায় পুরানো শকুন। বিজয় দিবস পালনটা কি শরীয়তসম্মত এই নিয়ে এই ব্লগেও অনেকে নানা কথা বলেন? কেউ কেউ হিন্দু হয়ে যাওয়ার শ্লোগানও দেন।

তাহলে কি স্বাধীনতার ৪১ বছর পর এর অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে? এ কেমন কথা যে বিজয় দিবসটা নিয়েও আমরা একতাবদ্ধ নই। আজ যখন এই লেখা লিখছি তখন মনে হয় যে বিশ্বাস, আস্থা নিয়ে এ যাবতকাল বিজয় দিবস উদযাপন করেছি তা যেন নড়বড়ে হতে চলেছে। আজ একজন বেশ জোরগলাতেই বলছেন, জামাত শিবির নাকি কোনো মানুষ হত্যায় জড়িত ছিল না। তারা নাকি রাজনৈতিক ভাবে অখন্ড পাকিস্তান চেয়েছিল এর চেয়ে বেশি কিছু করে নাই। আবার এমন কথাও শুনছিলাম-- পাকিস্তান ভারত বিভক্তির বিরোধিতাকারীদের কি কোনো বিচার হয়েছিল ? তাহলে রাজাকারদের বিচার হবে কেন? স্বাধীনতার ৪১ বছর পর একজন সার্টিফিকেটধারী মানুষ নিজের বিশ্বাস থেকেই এই কথাগুলো বলে।

রাগে আমার হাত পা থর থর করে কাঁপছিল। শুধু এটুকুই বললাম--- এই ভন্ডামি করার দরকার নেই। জামাত শিবিররা যে কত যুক্তি তৈরি করেছে তার একটা নমুনা পেলাম সেই লোকের কাছ থেকে। স্বাধীনতা এসেছে-- যারা ক্ষমতায় ছিলেন তারা স্বাধীনতার সুফল মানুষকে দিতে পারেন নাই। বরং ক্ষমতায় যাওয়ার জন্য প্রশ্রয় দিয়েছেন নরপিশাচদের-- সখ্যতা গড়ে তুলেছেন তাদের সাথে।

ভুলে যেতে বলেছেন অতীতের কথা। আর তাই অতীতকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে অবিরাম। কিন্তু অতীত কি ঘুমাতে পারে। সেটাতো স্বপ্ন হয়ে বার বার ফিরে আসে। শহীদের স্বপ্ন, ধর্ষিতার স্বপ্ন, সাধারণ মানুষের স্বপ্ন।

মানুষের স্বপ্নের এজেন্ট তো রাজনৈতিক দলগুলো নয়-- আমাদের স্বপ্নের এজেন্ট আমরা নিজেরাই। এই বিজয় দিবসটা হোক অতীতকে রোমন্থন করার, চেতনাকে শানিত করার জন্য। এই স্বপ্নকে কারো কাছে জিম্মি না রেখে আমাদেরই এগোতে হবে। এটাই হোক বিজয় দিবসের আহবান। আর তা না হলে যারা ওত পেতে আছে তারা খামচে ধরবেই রক্তমাখা জাতীয় পতাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.