আমাদের কথা খুঁজে নিন

   

তারাই এ মাটির শ্রেষ্ঠ সন্তান,তারাই জাতির বর পুত্র ।

আমি বাংলাদেশকে ভালবাসি, যেমন ভালবাসি মাকে। বিশ্বের বুকে স্থান করে নেয়ার জন্য, একটি শ্যামল হাসি হাসার জন্য, একটি সবুজ স্বপ্ন দেখার জন্য, সে স্বপ্নকে আগলে রেখে , আগামীর সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য , যে সব বীর প্রসবিনীর সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ৫৬ হাজার বর্গ মাইলের সবুজ গালিচাকে রন্জিত করেছে লালে সবুজে । তারাই এ মাটি রূপি মায়ের হিরণ্বয় সন্তান । যতদিন বাংলাদেশ বিশ্বের বুকে জেগে আছে, ততদিন জাতি শ্রদ্ধায় ভালবাসায় স্মরণ করবে । তারাই এ মাটির শ্রেষ্ঠ সন্তান, তারাই জাতির বর পুত্র ।

আমি ঘৃণা করি তাদেরকে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে পণ্য বানিয়ে সস্তা দামে বিকায় । যেমন ঘৃণা করি মানুষের চামড়ার আড়ালে লুকানো হায়েনাদের, যারা ষোলকোটি মানুষের মাঝে বিষ বৃক্ষের মত ঘাপটি মেরে আছে । সুযোগ পেলে যারা বাংলা মায়ের শ্যামল সন্তানের মাংস খুবলে খুবলে খায় । যারা মায়ের মুখে হাসির রংধনুর পরিবর্তে শোকের কালো চাদরে ঢেকে দেয় । দেশ আমার মা,মাকে আমি ভালবাসি ।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা । [রহিম সৈকত] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.